মাস্টার্স কাপ সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্ট শুরু
যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাস্টার্স কাপ সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (২২ মে) বিকাল ৫ টায় শামস্-উল-হুদা স্টেডিয়ামে সাচ্চু ফুটবল কোচিং সেন্টার আয়োজিত ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশিষ্ট ব্যবসায়ী এ এস এম ওবায়দুল কাদের।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘যশোরে হারিয়ে যাওয়া ফুটবলের জাগরণে ৪০ উর্ধ্ব তারকা খেলোয়াড়দের মিলন মেলা শামস্-উল-হুদা স্টেডিয়ামে। আমার বিশ্বাস নতুন প্রজন্ম এই আয়োজন দেখে মাদক-সন্ত্রাস দূরে রেখে খেলাধুলায় ফিরবে।’ এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এবিএম আখতারুজ্জামান বলেন, ‘একসময়ের মাঠ কাঁপানো ফুটবলার আবারও মাঠে নেমেছে। টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলারদের মিলনমেলায় রুপ দিয়েছে। ফাইনাল ও সেমিফাইনালসহ টুর্নামেন্টে ছয়টি ম্যাচ হবে। প্রতিযোগিতায় ৪০-৪৫ বছরের মধ্যে খেলতে পারবে দুইজন। অপরদিকে ৪৫-৫০ বছরের মধ্যে দুইজন খেলোয়াড় খেলতে পারবে। তবে ৫০ এর উর্ধ্বে খেলবেন অনেকে। গোলরক্ষকের ক্ষেত্রে ৪০ বছরের উর্ধ্বে হতে হবে। খেলা চলকালীন নিবন্ধনকৃত ১১ জন খেলোয়াড়ের মধ্যে ছয় জন খেলোয়াড় মাঠ খেলোয়াড় হিসেবে খেলতে পারবে।’
বিজ্ঞাপন
তবে বাকি খেলোয়াড়রা রেফারির অনুমতিক্রমে যে কোন সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারবে। টুর্নামেন্টে ক’ গ্রুপে রয়েছে ভৈরব কিংস, পদ্মা রেঞ্জার্স ও মধুমতি টাইটনিক। খ’ গ্রুপের দলগুলি হচ্ছে মেঘনা লায়ন, কপোতাক্ষ ডায়নামিক ও চিত্রা ক্যাপিটাল। উদ্বোধনী খেলায় পদ্মা রেঞ্জার্স ও মধুমতি টাইটনিক গোলশূন্য ড্র করেছে।
এমএইচ