সার্জিও রামোসকে বাদ দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছেন স্পেন। মূলত অফ ফর্মের কারণে দলে জায়গা হারিয়েছেন তিনি। শুধু রামোসই নয়, এ বছর অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার জন্য কোচ লুইস এনরিকের দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের।

সোমবার (২৪ মে) ইউরোর জন্য যে দল দিয়েছেন এনরিকে, সেখানে নেই ২০০৮ ও ২০১২ সালে টানা দুটি ইউরো জয়ী সেন্টার ব্যাক রামোস। চোটের কারণে এই মৌসুমে খুব বেশি মাঠে নামার সুযোগ পাননি তিনি। এই বছর রিয়াল মাদ্রিদের হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলেছেন রামোস। ভিয়ারিয়ালের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে খেলতে নামলেও সেটি জাতীয় দলে সুযোগের জন্য যথেষ্ঠ ছিল না।

রামোসের পাশাপাশি কপাল পুড়েছে তার ক্লাব সতীর্থ ড্যানি কারভাহাল, লুকাস ভাসকেজ, ইসকো, নাচো, আলভারো ওদ্রিওজোলা ও মার্কো অ্যাসেনসিওদের।

২০২০ ইউরোর জন্য ঘোষিত স্পেন দল:

উনাই সিমন (অ্যাথলেটিক বিলবা), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রবার্ট সানচেজ (ব্রাইটন এবং হোভ অ্যালবিয়ন); জোসে গায়া (ভ্যালেন্সিয়া), জর্ডি আলবা (বার্সেলোনা), পাউ তোরেস (ভিয়ারিয়াল), আইমেরিক ল্যাপার্ট (ম্যানচেস্টার সিটি), এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি), দিয়েগো লোরেন্তে (লিডস ইউনাইটেড), সিজার আজপিলিকুয়েটা (চেলসি); মার্কোস লোরেন্তে (অ্যাটলেটিকো মাদ্রিদ), সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রড্রি (ম্যানচেস্টার সিটি), পেদ্রি (বার্সেলোনা), থিয়াগো আলকানতারা (লিভারপুল), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), ফ্যাবিয়ান রুইজ (নেপোলি); ড্যানি ওলমো (লাইপজিগ), মাইকেল ওয়ারজাবল (রিযইয়াল সোসিয়েদাদ), আলভারো মোরাতা (জুভেন্টাস), জেরার্ড মোরেনো (ভিয়ারিয়াল), ফেরান তোরেস (ম্যানচেস্টার সিটি), অ্যাডামা ট্রোর (উলভস) ও পাবলো সারবিয়া (প্যারিস সেন্ট-জার্মেইন)।

টিআইএস/এটি