ড্র করেও অখুশি নন মেসি
গোলের পর মেসির উল্লাস/টুইটার
করোনাসৃষ্ট দীর্ঘ বিরতির পর আর্জেন্টিনা দল ফিরেছে মাঠে। নিজেও বহুদিন পর ফিরেছেন জাতীয় দলের জার্সি গায়ে। তবে ফেরাটা খুব একটা সুখকর হয়নি আর্জেন্টিনার। মেসির গোলে এগিয়ে গিয়েও ড্রয়ে বাধ্য হয়েছে দল। তবু অধিনায়ক লিওনেল মেসি এ ফলাফলে সন্তুষ্টিই প্রকাশ করলেন।
শুক্রবার সকালে সান্তিয়াগো দেল এস্ত্রোয় নিজেদের মাঠ এস্তাদিও উনিকো মাদরে দে সিউদাদেসে চিলিকে আতিথ্য দিয়েছিল আর্জেন্টিনা। শুরু থেকে কিছুটা খাপছাড়া ফুটবল খেললেও ২৪ মিনিটে মেসির পেনাল্টি থেকে এগিয়ে যায় দলটি। এরপর ৩৫ মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া বলে গ্যারি মেদেল পাস বাড়ান অ্যালেক্সিস সানচেজকে, তার ট্যাপ ইনে সমতা ফেরায় চিলি।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা ঝিমিয়ে পড়লেও শেষ দিকে ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার দারুণ চেষ্টাই চালিয়েছে মেসির দল। এ সময় কমপক্ষে তিনটা শট রুখে দিয়েছেন চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো। নাহয় হয়তো জয়ই তুলে নিতে পারত আর্জেন্টিনা। দীর্ঘদিন পর মাঠে নেমে শেষ দিকে দলের এই পারফর্ম্যান্সই সন্তুষ্টি দিয়েছে মেসিকে।
একই সুর ঝরেছে কোচ লিওনেল স্ক্যালোনির কণ্ঠেও। তিনি বলেন, 'বিশ্বকাপ বাছাইপর্বটা বেশ জটিল, প্রতিপক্ষেরা বেশ কঠিন। তবে আমার মনে হয়েছে আজকের ম্যাচে আমরাই একমাত্র দল ছিলাম যারা সবসময়ই জয়ের চেষ্টা করেছে।'
বিজ্ঞাপন
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর এদিনই প্রথম খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের আগে কিংবদন্তির ভাষ্কর্য উন্মোচন করে, তার ছবি আঁকা জার্সি পরে ম্যাচের ঠিক আগে তাকে স্মরণ করেছিলেন মেসিরা। এ বিষয়টা তো ছিলই, ম্যাচটা মেসির কাছে আরও বিশেষত্বও বহন করছিল। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, 'এটা বিশেষ এক ম্যাচ ছিল। কারণ ডিয়েগোকে ছাড়া এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল। আমরা জানি, জাতীয় দল তার জন্যে কী ছিল। সে না থেকেও ছিল আজকে। দেশে যে পরিস্থিতি চলছে, বিশ্বেও, সব মিলিয়েই এই ম্যাচটা ছিল বিশেষ কিছু। সবার জন্যেই এখনকার পরিস্থিতিটা বেশ কঠিন।'
নিজেদের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে আগামী ৯ জুন। এস্তাদিও মেত্রোপলিতানোয় সেদিন কলম্বিয়ার আতিথ্য নেবেন মেসিরা। তার আগে কোচ জানালেন, চিলির বিপক্ষে ম্যাচের ফলাফল কোনোভাবেই তাকে পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য করবে না। তিনি বলেন, 'কলম্বিয়ার বিপক্ষে যা করতে চাই আমরা, তাতে কোনো অবস্থাতেই এই ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলবে না।' সেখানে প্রভাব না ফেলুক, চিলির বিপক্ষে এই ড্র আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ে প্রভাব ফেলেছে ঠিকই। এই ড্রয়ের ফলে ৫ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মেসিরা। শীর্ষে থাকা ব্রাজিল খেলেছে একটি ম্যাচ কম, অর্জনের ঝুলিতে ১২ পয়েন্ট জমা আছে তাদের। আর আর্জেন্টিনার পরই আছে ইকুয়েডর, ৪ ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেয়েছে দলটি।
এনইউ