প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপার পথে হাটছে ঐতিহ্যবাহী মোহামেডান। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিজ এফসি'র বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে। মোহামেডানের পয়েন্ট হারানোর দিন জিততে পারেনি লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও। তারা ময়মনসিংহে গোলশূন্য ড্র করেছে। মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্স।

১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল মোহামেডান। এক ম্যাচ কম খেলা আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আবাহনীর সঙ্গে মোহামেডানের পয়েন্টের ব্যবধান ছিল সাত। আজকের ড্রয়ের পর আগামীকাল আবাহনী জিতলে সেই ব্যবধান কমে পাঁচে দাঁড়াবে।

মোহামেডান এতটাই সুবিধাজনক অবস্থানে যে ব্রাদার্স, রহমতগঞ্জ, ফকিরেরপুল ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে আরো তিন-চার পয়েন্ট হারালেও একক অবস্থান নড়চড় হবে না। কিংস ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১৯ পয়েন্ট ফর্টিসের।

কিংস অ্যারেনায় হোম ভেন্যুতে ফর্টিজ ২২ মিনিটে লিড নেয়। পিয়াস আহমেদ নোভা মোহামডোনের বক্সে ফাকা জায়গায় বল পান। ডান পায়ের ভলিতে মোহামডোনের গোলরক্ষক সাকিব আল হাসানকে পরাস্ত করতে ভুল করেননি। ৩৫ মিনিটে ফর্টিজের পা ওমার শট ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মোহামেডান গোলকিপার সাকিব আল হাসান। যোগ করা সময়ে পা ওমারকে আটকাতে বক্সের বাইরে এসে তাকে ফাউল করেন সাকিব। রেফারি জালাল হলুদ কার্ড দিলেও ফর্টিজের দাবি ছিল লাল কার্ড।

৭২ মিনিটে সমতায় ফেরে মোহামেডান। কর্নার থেকে ফর্টিজের বক্সে কয়েক দফা বল ঘুরে বক্সের বেশ বাইরে এলে  মাহাবুব আলম দূরপাল্লার শট নেন। বক্সের জটলা ও গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ায়। ঘরোয়া লিগের অন্যতম দর্শনীয় গোল করেন বদলি নামা এই ফুটবলার। এরপর মোহামডোন একটি নিশ্চিত গোলের সুযোগ মিস করে। আবার ৮১ মিনিটে পা ওমারের শট ক্রসবারে প্রতিহত হয়ে ফিরে আসে। 

এজেড/এইচজেএস