বাংলাদেশের বিপক্ষে শিষ্যদের খেলায় ‘ভীষণ মুগ্ধ’ সিঙ্গাপুর কোচ
সুতোমু ওগুরা। ভুটান ম্যাচের পর আরও একবার জাপানি কোচের সামনে পড়েছিল বাংলাদেশ। আগের ম্যাচ জিতলেও এবারের ম্যাচটা বাংলাদেশ শেষ করেছে হারের হতাশা নিয়ে। সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ লড়াই করেও হামজা-সামিতদের ২-১ গোলে হারতে হয়েছে।
আগের দিনই সিঙ্গাপুরের কোচ বলেছিলেন র্যাঙ্কিং খুব বেশি বিবেচ্য না। বাংলাদেশ সেটার প্রমাণও দিয়েছে। ২২ ধাপ পেছনে থাকা বাংলাদেশ লড়েছে সমানতালে। কঠিন এক ম্যাচের পর ওগুরা বললেন, ‘আমি আমার খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করি। পুরো ১০০ মিনিট ধরে ছেলেরা ধৈর্য, লড়াই আর শেখার কাজ করে গিয়েছে। আমার কোচিং স্টাফের সকলেই ছেলেদের প্রশংসা করি।’
বিজ্ঞাপন
নিজের খেলোয়াড়দের নিয়ে প্রশংসার কথা বারবারই বলে গিয়েছেন সুতোমু ওগুরা। কঠিন ম্যাচ হলেও শিষ্যদের প্রতি যে তিনি ভীষণ সন্তুষ্ট সেটা বুঝা গেল বারবার। কয়েকবারই বললেন খেলোয়াড়দের নিয়ে ‘ভীষণ গর্বিত’।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজ দলের গোলরক্ষকের ভুল নিয়েও খুব একটা কথা বললেন না জাপানি এই কোচ। মনমানসিকতার দিক থেকে তিনি প্রচণ্ড ইতিবাচক, সেটা বোঝা গেল এক কথাতেই। গোলরক্ষকের ভুলে গোল হজম করেছে তার দল এমন কথা স্মরণ করিয়ে দিতেই বললেন, ‘আমি সবসময় বলি আমরা কতটা ভাল ডিফেন্স করছি বা মাঝমাঠে কত ভাল করছি। কোনো খেলোয়াড় যদি ভুল করে থাকে তবে সেটা আমারই দায়।’
খেলোয়াড়দের মাঝেও নিজের ইতিবাচকতার শিক্ষাটাই প্রচার করেছেন ওগুরা, ‘আমি ছেলেদের বলেছি আমরা প্রতিপক্ষ (বাংলাদেশ) দলকে সম্মান করব। তবে খুব বেশি না। তাদেরকে ভয় পাওয়া আমাদের কাজ নয়।’
বাংলাদেশের বিপক্ষে ২-১ গোলের জয় সিঙ্গাপুরকে নিয়ে গেছে গ্রুপের শীর্ষস্থানে। আর সেরা দলটাই যাবে ফাইনালে। সুতোমু ওগুরা কি তবে এখন এএফসির স্বপ্ন দেখছেন? প্রশ্নটা বলতেই জানালেন, আজকের দিনে কেবল বাংলাদেশের দিকেই শতভাগ নজর ছিল তার। পরের ম্যাচ নিয়ে ভাবনাগুলো শুরু হবে কাল থেকে।
জেএ/এএইচএস