বাফুফের আড়াই ঘণ্টার সংবাদ সম্মেলনে যা যা ছিল
২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে সাত মাস সময় পেরিয়েছে। এই সময়ের মধ্যে বাফুফের বিভিন্ন কর্মকাণ্ডের পর্যালোচনা ও সামনের ছয় মাসের পরিকল্পনা নিয়ে মূলত আজ বাফুফে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সহ নির্বাহী কমিটির আরো ১৩ জন বক্তব্য রেখেছেন। বাফুফে কর্তাদের বক্তব্যের পর আবার সাংবাদিকদের প্রশ্ন ও পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন। সেটার উত্তরও দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। প্রায় আড়াই ঘন্টা ব্যাপী সেই সংবাদ সম্মেলনের নানা অংশ তুলে ধরা হচ্ছে-
বিজ্ঞাপন
গঠনতন্ত্র সংশোধনে উদ্যোগ
২৬ অক্টোবর বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই গঠনতন্ত্র সংশোধন প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন। ৯ নভেম্বর প্রথম নির্বাহী সভায় গঠনতন্ত্র সংশোধন কমিটি হয়েছিল। সেই কমিটির মেয়াদ ছিল তিন মাস। ঐ কমিটি মেয়াদ উত্তীর্ণ হলেও পরবর্তীতে আর কোনো আপডেট পাওয়া যায়নি। আজ বাফুফের সংবাদ সম্মেলনে সভাপতি তাবিথ আউয়াল নিজেই এর উত্তর দিয়েছেন, 'আমাদের গঠনতন্ত্র কাজ অনেকটা গুছিয়ে এসেছে। সামনে নির্বাহী কমিটিতে একটা প্রস্তাবনা উঠবে। এরপর নভেম্বরের দিকে এজিএমে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য আসবে।’
বিজ্ঞাপন
প্রীতি ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ জোরদার
এএফসি ও সাফের নির্ধারিত সূচির বাইরে থাকে ফিফা উইন্ডো। বাংলাদেশ নারী ও পুরুষ উভয় ফুটবল দলের ক্ষেত্রে সামনে ফিফা প্রীতি ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ খুঁজবে বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোতে বাফুফে হামজা-জামালদের ১১০-১৪০ র্যাংকিংধারী ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলাতে চায়।
বাফুফে সভাপতি তাবিথ এই প্রসঙ্গে বলেন, 'প্রীতি ম্যাচে আমাদের ভাবনা আরও শক্তিশালী দলগুলো বিপক্ষে খেলা, যাতে দল আরও উন্নতি করতে পারে। এখন আমরা এশিয়ান কাপের জন্য লড়াই করছি। ভবিষ্যতে অলিম্পিক কোয়ালিফাই আসবে, বিশ্বকাপ বাছাই আসবে, সেক্ষেত্রে প্রস্তুত হওয়ার জন্য ওই মানের দলের বিপক্ষে খেলতে হবে।’
ক্লাবগুলোকে সহায়তার প্রতিশ্রুতি
বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় অংশীদার প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। সেই ক্লাবগুলো বছরে কোটি কোটি টাকা খরচ করলেও এর বিপরীতে বাফুফের কাছ থেকে প্রাপ্য সম্মান পায় না। সিঙ্গাপুর ম্যাচে বাফুফে ক্লাবগুলোকে মাত্র দু’টি টিকিট দিয়েছে। বাফুফে সভাপতি আজ সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, 'ক্লাবগুলোকে আরো বেশি টিকিট দিতে পারলে ভালো হতো। আগামীতে এই সংখ্যা একটু বাড়ানোর চেষ্টা করব।'
শুধু টিকিট নয় ক্লাবগুলো ফেডারেশন থেকে তেমন অর্থ সাহায্যও পায় না। লিগের পৃষ্ঠপোষকতা থাকলেও ক্লাবগুলো অংশগ্রহণ ফি, প্রাইজমানি থাকে বকেয়া। বাফুফে সভাপতি আজকের সংবাদ সম্মেলনে ক্লাবগুলোকে আর্থিক সাহায্যের পাশাপাশি আরো বেশি ট্যাকনিক্যাল সাপোর্ট প্রদানের আশাবাদ ব্যক্ত করেছেন।
সিঙ্গাপুর ম্যাচে ভুল ক্রুটি স্বীকার
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা ছিল অনেক। সেই উন্মাদনার মধ্যে বাফুফের ব্যবস্থাপনায় ছিল অনেক ভুল-ক্রুটি। বিশেষ করে দর্শকদের সাত ঘন্টা আগে গ্যালারীতে প্রবেশ করানো হয়। এরপর ছিল পানির সংকট এবং উচ্চ দামে পানি বিক্রির ঘটনা। নিরাপত্তা সহ সামগ্রিক ঘটনায় বাফুফে এই ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে গ্যালারীতে অধিক দামে পানি বিক্রি কারা কিভাবে করল সেটার সদুত্তর পাওয়া যায়নি। তবে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের হিসাব পাওয়া যাবে বলে সভাপতি জানিয়েছেন।
সাত মাস পরও হয়নি স্ট্যান্ডিং কমিটি
ফুটবল মাঠের খেলা। সেই মাঠ কমিটিই নেই বাফুফের। ঘরোয়া ফুটবলের একটি মৌসুম শেষও হয়েছে রেফারিজ কমিটি ছাড়া। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নতুন মৌসুম শুরুর আগেই সেই সকল কমিটি গঠনের আশ্বাস ব্যক্ত করেছেন। নারী ফুটবল কমিটি থাকলেও সেটা এখনো পূর্ণাঙ্গ তালিকা পায়নি। কমিটির চেয়ারম্যানই একক সিদ্ধান্ত নেন। আবার অনেক কমিটি পূর্ণাঙ্গ হলেও আনুষ্ঠানিক সভা ছাড়াই অনেক সিদ্ধান্ত হয়ে থাকে। অগণতাান্ত্রিক ও অসাংগঠনিক চর্চা আগামীতে কমিয়ে আনারও প্রত্যয় ব্যক্ত করেন।
আসেননি সিনিয়র সহ-সভাপতি
সভাপতির পরের পদ সিনিয়র সহ-সভাপতি। দেশের ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি। তিনি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানও। আজ বাফুফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অনেক কর্মকর্তা নির্দিষ্ট কমিটি নিয়ে বক্তব্য রেখেছেন। বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি পেশাদার লিগ কমিটি। সেই কমিটির চেয়ারম্যান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। আজ সংবাদ সম্মেলনে উপস্থিত নির্বাহী কমিটির সকলেই স্ব স্ব কমিটি নিয়ে বক্তব্য রেখেছেন। ইমরুল হাসানের অনুপস্থিতিতে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি আসন্ন মৌসুমে ঘরোয়া ফুটবল সূচি গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
বাফুফে নির্বাহী কমিটি ২১ জনের। সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ, মাহিউদ্দিন সেলিম, সাইফুর রহমান মনি ও বিজন বড়ুয়া অনুপস্থিত ছিলেন।
সাবেক খেলোয়াড়দের ঘটনায় বাফুফের ব্যাখ্যা
১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে কয়েকজন সাবেক জাতীয় তারকা ফুটবলার প্রেসবক্সের নিচের গ্যালারীতে বসেছিলেন। দেশের ফুটবলের অন্যতম তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের সঙ্গে গ্যালারীর অন্য সাধারণ দর্শকদের আসন নিয়ে বাকবিতন্ডা হয়।
আজ সংবাদ সম্মেলনে সাবেক ফুটবলারদের এমন ঘটনার বিষয়টি উথাপিত হয়েছিল। এর উত্তরে বাফুফে সভাপতি বলেন, 'নির্দিষ্ট ঐ ঘটনা আমরা পর্যালোচনা করেছি। ভিডিও ফুটেজ দেখেছি সেখানে নির্দিষ্ট সাবেক ফুটবলার অন্য জনের আসনে ছিলেন। তিনিও বাজে আচরণ করেছেন। এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।'
সাবেক জাতীয় ফুটবলারদের অনেকেই সেদিন গরমে গ্যালারীতে ছিলেন। পঞ্চাশ-ষাটোর্ধ্ব অনেকের এতে অনেক কষ্ট হয়েছে। অথচ তামিম ইকবাল, নুরুল ইসলাম সোহানের মতো ক্রিকেটার ছিলেন আরো ভালো মানের ভিআইপি গ্যালারীতে। সামনের ম্যাচগুলোতে বাফুফে সাবেক জাতীয় ফুটবলারদের আসন বন্টনে আরো সচেষ্ট হবে।
পাইওনিয়ার উত্তর-দক্ষিণ
ঘরোয়া ফুটবলের সর্বনিম্ন স্তর পাইওনিয়ার। এই ফুটবল প্রতিযোগিতা থেকে অনেক তারকা ফুটবলারের জন্ম। আজ পাইওনিয়ার লিগ ফুটবল কমিটির চেয়ারম্যান ও বাফুফে নির্বাহী সদস্য টিপু সুলতান বলেন, 'পাইওনিয়ার এবার একটু ভিন্ন আঙ্গিকে উত্তর-দক্ষিণ দুই ভাগে ভাগ করে অক্টোবরে শুরু হবে। ৭০ টি’র মতো দল হবে।'
পাইওনিয়ারের পৃষ্টপোষক ছিল সিটি কর্পোরেশন। তৃণমূলের এই ফুটবলের জন্য বাৎসরিক বরাদ্দ থাকত সিটি কর্পোরেশনের। শুধু আর্থিক বরাদ্দ নয়, রাজধানী ঢাকার সিটি কর্পোরেশনের অনেক মাঠও ব্যবহার হয়েছে এই প্রতিযোগিতায়। এক যুগের বেশি সময় ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনে বিভক্ত হলেও ফুটবল কখনো দুই ভাগে হয়নি। এবার সেটা হওয়ার ঘোষণা দিলেন বাফুফের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
সেপ্টেম্বরে জুনিয়র ডিভিশন লিগ
বাফুফের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে প্রায় আট মাস। এখনো জুনিয়র ডিভিশন লিগ আলোর মুখ দেখেনি। প্রথম-তৃতীয় বিভাগ লিগ খেলে অনেক ফুটবলারের রুটি-রুজি। মাঠ সমস্যার কারণে মূলত এখনো বাফুফে এই লিগ আয়োজন করতে পারছে না। কমলাপুর স্টেডিয়াম এখনো সংস্কারাধীন। এরপরও ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে চান।
সেপ্টেম্বরে একাডেমি চুক্তি, ডিসেম্বরের মধ্যে ট্যাকনিক্যাল সেন্টার
ফিফা ট্যালেন্ট স্কিমের আওতায় অনেক দেশ একাডেমী গড়ছে। সম্প্রতি ভারতে এসে আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার এটি উদ্বোধন করেছেন। বাংলাদেশও ফিফার অর্থায়নে একাডেমী গড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি, 'ফিফার দেশগুলো একাডেমীর জন্য আবেদন করে। ট্যালেন্ট স্কিমের আওতায় ফিফা সেটা পর্যালোচনা করে। আর্সেন ওয়েঙ্গার এটি মূলত দেখেন। তার সঙ্গে আমার কথা হয়েছে ফিফা সামিটে। সেপ্টেম্বরে আমরা এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করব।'
কক্সবাজারে বাফুফে একটি ট্যাকনিক্যাল সেন্টার স্থাপন করবে। সেই ট্যাকনিক্যাল সেন্টার ফিফার অর্থায়নে হবে। সরকার থেকে বরাদ্দ পেলেও পরিবেশগত কারণে সেটা বাতিল হয়েছে। এরপর বাফুফে এখন নতুন জায়গা খুজছে। ডিসেম্বরের মধ্যে সেই জায়গা আনুষ্ঠানিকভাবে না পেলে ট্যাকনিক্যাল সেন্টার স্থাপন সম্ভব হবে না। কারণ ফিফা তখন সেই অর্থায়ন প্রত্যাহার করে নিতে পারে।
তারুণ্য উৎসব ও যুব ফুটবলে প্রাধান্যে জেলা ফুটবল বিলম্ব
বাফুফের নতুন কমিটির মেয়াদ সাত মাসের বেশি। এখনো জেলা লিগ সেভাবে গড়ায়নি। বাফুফের নির্বাহী সদস্য ও জেলা লিগ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন এই বিষয়ে বলেন, 'আমরা বিভিন্ন জেলায় তারুণ্য উৎসবে ফুটবল আয়োজন করেছি। অনূর্ধ্ব-১৫ ফুটবল বিভিন্ন জেলায় হয়েছে। এজন্য জেলা লিগ খানিকটা বিলম্ব হয়েছে। যদিও এর মধ্যে দু’টি জেলায় দ্বিতীয় বিভাগ লিগ হয়েছে। আগামী দশ দিনের মধ্যে আরো কয়েকটি জেলায় লিগ শুরু হবে।'
সেরা খেলোয়াড়ই বাংলাদেশের জার্সি পড়তে পারবে
সদ্য সমাপ্ত সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন ৬ জন প্রবাসী খেলোয়াড়। ২৮-৩০ জুন আরো ৪০ জন ফুটবলার আসছেন ট্রায়াল দিতে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই প্রসঙ্গে, 'যারা বাংলাদেশের হয়ে খেলতে ইচ্ছুক আমরা তাদের সুযোগ দিতে চাই। মেধা ও যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে। বেস্ট খেলোয়াড়ই বাংলাদেশের জার্সি পড়ার সুযোগ পাবে।’
মোবাইল অ্যাপ
বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির। ফুটবল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা হলেও সাংবাদিক ও সমর্থকদের প্রকৃত তথ্য পেতে গলদঘর্ম হতে হয়। বাফুফে বিষয়টি অনুধাবন করে মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা করছে। যাতে সাংবাদিকরা দ্রুত সময়ে সঠিক ও নির্ভুল তথ্য পায়।
মোবাইল অ্যাপ ছাড়াও ওয়েবসাইট আগামী ছয় মাসের মধ্যে তথ্য সমৃদ্ধিপূর্ণ করতে চায় ফেডারেশন। এতে খেলোয়াড় প্রোফাইল ও ফুটবলের ইতিহাস থাকবে। বাফুফে গত ছয় মাসে ফেসবুক পেজ অনেক সক্রিয় করেছে। বাংলাদেশে ক্রীড়া সংক্রান্ত ফেসবুক পেজের মধ্যে বাফুফে সবচেয়ে সক্রিয় পেজ বলে দাবি করেছে আজকের সংবাদ সম্মেলনে।
এজেড/এইচজেএস