সাতবারের ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন দলকে শীর্ষ লিগ থেকে অবনমন
সাতবারের ফরাসি চ্যাম্পিয়ন অলিম্পিক লিওঁকে 'লিগ ওয়ান' থেকে অবনমিত করা হয়েছে। ফরাসি ফুটবলের আর্থিক তদারকি সংস্থা ডিএনজিজি এই সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (২৪ জুন) ক্লাবটির আর্থিক অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত নভেম্বরেই আর্থিক সমস্যার কারণে লিওঁকে আপাতত অবনমনের ঘোষণা দেয় ডিএনজিজি। এরপর মঙ্গলবার ক্লাব মালিক জন টেক্সটরের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
যদি ক্লাবটি দ্রুত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। অলিম্পিক লিওঁর ভাষ্য, আর্থিক সমস্যা নিয়ে ডিএনজিজি’র সঙ্গে কাজ করেছে এবং তাদের সব দাবি পূরণ করেছে। ক্লাবের বক্তব্য, “ডিএনজিজি’র এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে আমরা হতবাক। এমন একজন বড় ক্লাবকে অবনমিত করা আমাদের পক্ষে বোঝা কঠিন। আমরা দ্রুত আপিল করব।”
বিজ্ঞাপন
এই সিদ্ধান্তের এক দিন আগে মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের ৪৩ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। লিওঁর পক্ষ থেকে বলা হয়েছে, শেয়ারহোল্ডারদের অর্থায়ন এবং ক্রিস্টাল প্যালেস বিক্রির ফলে তাদের নগদ অবস্থান অনেক ভাল হয়েছে এবং ২০২৫/২৬ মৌসুমের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত অক্টোবর মাসে জন টেক্সটরের নেতৃত্বাধীন ঈগল ফুটবল গ্রুপ প্রায় ৪২২ মিলিয়ন ইউরো ঋণের কথা প্রকাশ করেছিল। এতে অলিম্পিক লিওঁর আর্থিক স্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ফ্রেঞ্চ লিগ কর্তৃপক্ষ। এরপর থেকে ক্লাব অর্থ সংগ্রহের জন্য কয়েকজন খেলোয়াড় বিক্রি করেছে। যাদের মধ্যে ম্যাক্সেন্স কাকেরেট ইতালিয়ান লিগের ক্লাব কোমো ১৯০৭ এবং রায়ান চেরকি ম্যানচেস্টার সিটিতে গেছেন। এরপরও তারা তাদের আর্থিক অবস্থার উন্নতি যথেষ্ট প্রমাণ করতে পারেনি।
মঙ্গলবারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে টেক্সটর বলেছিলেন, “আমরা শেয়ারহোল্ডারদের কাছ থেকে নতুন পুঁজি নিয়েছি যা DNCG এবং উয়েফার লাইসেন্সিং চাহিদা পূরণে সাহায্য করেছে। ক্রিস্টাল প্যালেস বিক্রির ফলে আমাদের আর্থিক সামর্থ্য অনেক বেড়েছে।"
উল্লেখ্য, অলিম্পিক লিওঁ ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতবার ফ্রেঞ্চ লিগের শিরোপা জয় করেছিল। গত মৌসুমে ষষ্ঠ স্থান অর্জন করে ইউরোপা লিগে নিজেদের জায়গা নিশ্চিত করে ক্লাবটি। তবে যদি নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে কপাল খুলবে স্টেড দে রেইমসের। চলতি মৌসুমে মেৎজের কাছে প্লে-অফ খেলে লিগ-ওয়ান থেকে বাদ পড়ে তারা। লিওঁর নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী মৌসুমে ফ্রেঞ্চ শীর্ষ লিগে চলে আসতে পারে স্টেড ডি রেইমস।
জেএ