ঢাকা পোস্টে প্রতিবেদনের পরই বাফুফের ওয়েবসাইটে নারী স্কোয়াড বদল
আফিদা খন্দকার চলতি বছরের মার্চ মাস থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কত্ব করছেন। অথচ বাফুফের ওয়েবাসাইটে সাবিনা খাতুনকেই এতদিন অধিনায়ক হিসেবে দেখাচ্ছিল। গতকাল (সোমবার) ঢাকা পোস্টে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পরই ওয়েবসাইটে বাংলাদেশ নারী দলের স্কোয়াড হালনাগাদ করেছে বাফুফে।
গতকাল দুপুরে প্রতিবেদন প্রকাশ হওয়ার কিছুক্ষণ পরই বাফুফের নির্বাহী কমিটির একাধিক কর্মকর্তা বিষয়টি সাধারণ সম্পাদককে অবহিত করেন। সংশ্লিষ্টদের স্কোয়াড হালনাগাদের নির্দেশনা দেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। কয়েক ঘণ্টার মধ্যেই সাবিনার স্থলে আফিদা খন্দকারকে অধিনায়ক এবং মাসুরা, কৃষ্ণা, সানজিদা ও সুমাইয়ার ছবি সরিয়ে চলমান এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে থাকা ফুটবলারদের ছবি স্থাপন করা হয়।
বিজ্ঞাপন
নারী ও পুরুষ জাতীয় ফুটবল দল চুড়ান্ত হওয়ার পরই বাফুফের ওয়েবসাইট হালনাগাদ হওয়া প্রয়োজন। কিন্তু এতদিন ঘুমিয়ে ছিল বাফুফে। গতকাল কয়েক ঘণ্টার মধ্যে নারী স্কোয়াড হালনাগাদের মাধ্যমে বাফুফের পেশাদারিত্বের পাশাপাশি আন্তরিকতার অভাবও ফুটে উঠেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বাফুফের কিট পার্টনার দৌড়। তারা পুরুষ ফুটবলারদের মতো নারী ফুটবলারদেরও ফটোশ্যুট করে ঠিকই, তবে এতদিন সেসব ছবি প্রকাশ করেনি বাফুফে। গতকাল ওয়েবসাইটে আপলোডকৃত কোচ ও বেশ কয়েকজনের ছবি দৌড়ের কিট পরা। আবার কয়েকজনের ছবি পুরোনোই রয়ে গেছে।
এজেড/এএইচএস