এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে আগামীকাল (বুধবার) বাংলাদেশ লড়বে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে। এই ম্যাচের ওপর বাংলাদেশের মূল পর্বে খেলার অনেক কিছুই নির্ভর করছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন বাংলাদেশ অ-২৩ দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। 

বাংলাদেশ অ-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান ভিয়েতনাম থেকে বলেন, ‘আজ সকাল থেকে কোচ টিটু ভাইয়ের জ্বর ১০৪ ডিগ্রি। সকালে নাস্তা করার সময় তিনি অনুপস্থিত থাকায় আমরা তার রুমে যাই। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর দরজা খোলেন অনেক কষ্টে। জ্বরে পড়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এখন হোটেলে বিশ্রামে রয়েছেন।’

টুর্নামেন্টের আগেরদিন প্রেস কনফারেন্স হয়। সেখানে প্রধান কোচ থাকা বাধ্যতামূলক। টিটুর শারীরিক পরিস্থিতি এএফসিকে জানিয়েছেন বাংলাদেশের ম্যানেজার, ‘হেড কোচের অসুস্থতার জন্য সহকারী কোচ সংবাদ সম্মেলনে থাকবে এটা আমি ম্যানেজার মিটিংয়ে বলেছি। তার অসুস্থতার জন্য আজকের অনুশীলন করাচ্ছে সহকারী কোচ।’

বাংলাদেশ দল আজ যখন মাঠে অনুশীলন করছে, তখন ম্যানেজার ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে আনতে বিমানবন্দরে পৌঁছেছেন। ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনের সুযোগ নেই বিধায় কোচ টিটু তাকে প্রথম ম্যাচের বিবেচনায় রাখেননি। ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়ার আগে ঢাকায় এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ফাহমিদুল ইতালিতে ক্লাব বদল করেছে। নতুন ক্লাবে যাওয়ায় তিনি বাহরাইনে দু’টি ম্যাচ খেলতে পারেননি। 

বাংলাদেশ কখনও এএফসি অ-২৩ টুর্নামেন্টের মূল পর্বে খেলেনি। চূড়ান্ত পর্বে খেলার আশা নিয়ে ভিয়েতনামে পৌঁছায় তারা। এবারই প্রথম বাফুফে অ-২৩ দলকে দেশ-বিদেশ মিলিয়ে প্রায় এক মাস অনুশীলন করিয়েছে। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের গ্রুপ রয়েছে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।

এজেড/এএইচএস