কোপা আমেরিকার এবারের আসর নিয়ে সমালোচনা চলছিল শুরু থেকেই। কিন্তু সবকিছুকে উপেক্ষা করেই পৃথিবীর প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এবার তাদের সমালোচনা করে শাস্তির মুখে আছেন বলিভিয়ার ফুটবলার মার্সেলো মার্তিন্স।

কোপার আয়োজক ব্রাজিল এমনিতেই করোনায় রয়েছে বিপর্যস্ত। এই সময়ে দেশটিতে টুর্নামেন্ট আয়োজন পছন্দ হয়নি মার্তিন্সের। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট করে তাই কনমেবলের সমালোচনা করেন তিনি।

বলিভিয়ার এই ফুটবলার লিখেছেন, ‘এমনটা করার জন্য ধন্যবাদ কনমেবল। দায় পুরাটাই তোমাদের। যদি কেউ মারা যায়, কি করবে তোমরা? তোমাদের কাছে যে জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো অর্থ। একজন খেলোয়াড়ের জীবনের কি কোনো মূল্য নেই?’

কনমেবলের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে জানায়, এরপরই সংস্থাটির শৃঙ্খলা কমিটি মার্তিন্সকে এই মন্তব্যের কারণ দর্শাতে বলেছে। শাস্তির মুখেও পড়তে হতে পারে বলিভিয়ার এই ফুটবলার। 

এমএইচ