নিউজিল্যান্ডের বিপক্ষে জয়, কোরিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের
প্রথমবারের মত ফিফা-ই ফুটবলে অংশ নিয়েছে বাংলাদেশ। ই-ফুটবল কনসোলের গ্রুপ পর্বের প্রথম দিনে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-১ সমতায় ড্র করে। বাংলাদেশের হয়ে ই ফুটবলে অংশগ্রহণ করছেন মিরাজ হোসেন প্রান্ত, মো. নাঈমুর রহমান রাফি, আবদুর রহমান ও মো. আল-আমিন।
প্রথম দিনে অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পক্ষে মাত্র দু'টি ইতিবাচক ফলাফল এসেছে। অন্য ম্যাচগুলোতে জাপান ২ - ১ বাংলাদেশ, বাংলাদেশ ০ - ৫ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ৩ - ০ বাংলাদেশ,কম্বোডিয়া ২ - ০ বাংলাদেশ, বাংলাদেশ ১ - ৩ ব্যবধানে হংকংয়ের বিপক্ষে হেরেছে।
বিজ্ঞাপন
ই ফুটবলে বাফুফে আজই প্রথম আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে বাংলাদেশের তরুণরা। বাফুফে আগামী দিনের ম্যাচগুলোতে আরো ভালো পারফরম্যান্স প্রত্যাশা করে।
এজডে/এইচজেএস
বিজ্ঞাপন