সাংবাদিকের অভিযোগের জেরে আইনি পথে নেইমারের সংস্থা
‘মদ–তামাকে মজে থাকেন নেইমার, ভোর ৫টার আগে ঘুমাতে যান না’
ব্রাজিল তারকা নেইমারের ফুটবল ক্যারিয়ার যতটা ঝলমলে, মাঠের বাইরেও বিতর্ক কম নেই। ফুটবলের বাইরে সমান আলোচনায় থাকে তার বিশৃঙ্খল জীবনযাপন।
সৌদির ক্লাব ছেড়ে দ্বিতীয় দফায় সান্তোসে ফিরেছেন নেইমার। তবে ভালোর চেয়ে নেতিবাচক খবরেই বেশি শিরোনাম হচ্ছেন। এবার তার স্বদেশি এক সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে নতুন করে ঝড় উঠেছে ব্রাজিল তারকাকে ঘিরে। অভিযোগ—নেইমার নাকি মদ ও তামাকের নেশায় আসক্ত, ভোর ৫টার আগে ঘুমাতে যান না!
বিজ্ঞাপন
ব্রাজিলিয়ান সাংবাদিক রদ্রিগো গোমেজ তার ইউটিউব চ্যানেল ফুটেবোটেকো’তে বলেন, “ও হুইস্কি আর এনার্জি ড্রিঙ্কসের নেশায় ডুবে থাকে, হুক্কাও খায়। ভোর ৪-৫টা পর্যন্ত জেগে থাকে।” এই বক্তব্যে ক্ষোভ ছড়িয়েছে সাও পাওলোর ক্লাবটিতে।
বিজ্ঞাপন
ওই সাংবাদিক দাবি করেছেন, নেইমারের রাত জাগার কারণে অনুশীলনের সময় সকাল ১০-১১টার পর নির্ধারণ করতে হয়। সতীর্থরা আগেভাগে অনুশীলনের প্রস্তাব দিলেও, সেই অনুশীলনে নাকি হাজির হতেন না ব্রাজিলিয়ান তারকা। গোমেজের ভাষায়, “তাকে সরাসরি বলার সাহস কারও নেই।”
এমন অভিযোগের পরপরই বিবৃতি দিয়েছে নেইমারের পরিবার পরিচালিত এনআর স্পোর্টস। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “রদ্রিগো গোমেজ যে বেপরোয়া, মানহানিকর ও মিথ্যা বক্তব্য দিয়েছেন, তার বিরুদ্ধে সব ধরনের ফৌজদারি ও দেওয়ানি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তাদের মতে, “ভুয়া খবর ছড়ানো শুধু একজন ক্রীড়াবিদের সম্মান ও খ্যাতি ক্ষতিগ্রস্ত করে না, সমাজে ভ্রান্ত ধারণাও ছড়ায়। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা নষ্ট করে এমন কাজ অনৈতিক, বেআইনি এবং গ্রহণযোগ্য নয়।”
এদিকে, রসাত্মক ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “এডিক্টেড টু রেড বুল। দারুণ জিনিস।” তার এই কৌতুকপূর্ণ মন্তব্যকেই অনেকেই সাংবাদিকের অভিযোগের প্রতি ব্যঙ্গাত্মক জবাব হিসেবে দেখছেন।
এফআই