৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ। এই ম্যাচের এক সপ্তাহ আগে বাংলাদেশ স্কোয়াড থেকে ফরোয়ার্ড মোঃ ইব্রাহিম ছিটকে গেছেন। ইব্রাহিম আজই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছেন। টিম ম্যানেজম্যান্ট বিষয়টি নিশ্চিত করেছে। হাটুর ব্যাথা সেরে স্বাভাবিক অনুশীলনে ফিরতে আরো ২-৪ সপ্তাহ লাগবে ইব্রাহিমের।

গত দুই দিন থেকে হংকংয়ের জন্য অনুশীলন শুরু করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে সবাইকে পূর্ণাঙ্গভাবে পাচ্ছেন না। প্রথম দিন মোহামেডানের ৬ ফুটবলার যোগ দেননি।

গতকাল মোহামেডানের ফুটবলাররা আসলেও তারিক কাজী, তপু বর্মণ, আল আমিন ও সুমন রেজা ফিট না থাকায় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে ফুটবলারদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে কোচিং স্টাফ।

হংকং ম্যাচের জন্য জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ডিফেন্ডার জাহিদ শান্ত ও গোলরক্ষক পাপ্পু হোসেনকে যোগ করেন। ইব্রাহিম আজ ছিটকে যাওয়ায় এখন স্কোয়াড সংখ্যা দাড়িয়েছে ২৯ জনে। হামজা ও সামিত যথাক্রমে ৬ ও ৭ অক্টোবর ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে। 

এজেড/এইচজেএস