বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সাধারণ মানুষ। গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার জাহাজ একে একে আটক করছে দখলদার দেশটি। যার প্রতিবাদে ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভ শুরু হয়েছে। একইভাবে ইসরায়েলের সঙ্গে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বাতিলের দাবিতে ইতালির অনুশীলন মাঠে হাজির হয়েছে আন্দোলরতরা।

আগামী ১৪ অক্টোবর উদিনেতে বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইতালি ও ইসরায়েলের। তার আগে থেকেই গাজায় নজিরবিহীন আগ্রাসনের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। যা নিয়ে সংস্থাটির সদস্য দেশের মাধ্যমে গণভোটের আয়োজন করা হতে পারে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় আসন্ন ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে ইতালি। তাদের অনুশীলন মাঠের বাইরে বিক্ষোভ করেছে দেশটির ফুটবল সমর্থকরা।

সংবাদ সংস্থা এপি বলছে, সকার কমপ্লেক্সের বিপরীতে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষুব্ধ মানুষরা শান্তিপূর্ণ অবস্থান নেন। ওই সময় তাদের হাতে ইতালিয়ান ভাষায় লেখা বড় ব্যানার ছিল, যেখানে লেখা– ‘চলুন প্রতিরোধ গড়ে তুলে জায়োনিজমকে থামাই।’ পরে বিক্ষোভরতদের মাঝে এককজন মাইক নিয়ে বক্তব্যে বলেন, ‘তোমরা কীভাবে এখনও ইসরায়েলকে (খেলার) অনুমোদন দিচ্ছ। একটি জায়োনিস্ট ও অপরাধী রাষ্ট্র কেন এখনও সকার খেলছে?’

এর আগে সুমুদ ফ্লোটিলায় যাওয়া জাহাজ ও অভিযাত্রীদের ইসরায়েলি নো-বাহিনীর আটকের প্রতিবাদে বুধবার রাত থেকে ইতালিতে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। দেশটির সর্ববৃহৎ ইউনিয়ন থেকে একদিনের সাধারণ ধর্মঘট ডাকার পর শুক্রবার থেকে সেই প্রতিবাদে যোগ দেন কর্মজীবি মানুষ ও শিক্ষার্থীরা। ফলে ইতালিতে প্রায় একশ ট্রেনের সূচি বাতিল কিংবা নির্ধারিত সময়ের পর ছেড়ে যায়। এ ছাড়াও সুমুদ ফ্লোটিলায় সমর্থনের অংশ হিসেবে অসংখ্য প্রাইভেট-পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি পালন করা হয়।

এএইচএস