সেভিয়ার মাঠে বার্সেলোনার বড় হার
রিয়াল মাদ্রিদকে টপকে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু বিবর্ণ পারফরম্যান্সে উল্টো বড় হার নিয়ে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। মাঝে পেনাল্টি মিস করে হতাশা বাড়িয়েছেন রবার্ট লেভানদোভস্কি। প্রতিপক্ষ সেভিয়ার মাঠে রোববার লা লিগার ম্যাচে ৪-১ গোলে হেরেছে বার্সেলোনা।
শুরুতে আলেক্সিস সানচেস সেভিয়াকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইসাক রোমেরো। প্রথমার্ধেই একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দেন মার্কাস রাশফোর্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ সময়ে দুটি গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুটি হারের তেতো স্বাদ পেল হান্সি ফ্লিকের দল।
বিজ্ঞাপন
চোটের কারণে লামিনে ইয়ামাল ও রাফিনহা-সহ আরও কয়েকজনকে ছাড়াই এদিন খেলতে নামে বার্সেলোনা। গোলের জন্য ১৭টি শট নিয়ে দলটি লক্ষ্যে রাখতে পারে আটটি। অন্যদিকে সেভিয়ার ১৩ শটের পাঁচটি লক্ষ্যে ছিল। ম্যাচের ত্রয়োদশ মিনিটে সফল-স্পট কিকে সেভিয়াকে এগিয়ে নেন বার্সেলোনার সাবেক উইঙ্গার সানচেস।
বিজ্ঞাপন
বার্সেলোনার হাইলাইন রক্ষণ ভেঙে প্রথম আধা ঘন্টায় ব্যবধান বাড়ানোর সুবর্ণ দুটি সুযোগ পান রোমেরো। এর মাঝে একটি শট বাইরে মারেন তিনি, অন্য প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেক শেজনি। তবে ৩৬তম মিনিটে আর হতাশ করেননি রোমেরো। মাঝমাঠে বার্সেলোনা ডিফেন্ডার জুলস কুন্দের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।
প্রথমার্ধে নিজেদের হারিয়ে খোঁজা বার্সেলোনা প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ৪২তম মিনিটে। পাউ কুবার্সির পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট নেন রাশফোর্ড। সেবার সফল না হলেও প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান কমান তিনি। লা লিগায় এটি রাশফোর্ডের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে সেভিয়ার চেয়ে ভালো খেলে বার্সেলোনা। ৬২তম মিনিটে পেদ্রির শট দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ৭৩তম মিনিটে আলেসান্দ্রো বালদে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক বাইরে মেরে হতাশ করেন অভিজ্ঞ স্ট্রাইকার লেভানদোভস্কি।
এরপরই যেন ছন্দ হারিয়ে ফেলে বার্সেলোনা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান পায়ের শটে তাদের জালে বল পাঠিয়ে সেভিয়ার জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন হোসে আনহেল কারমোনা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন অ্যাকর অ্যাডামস।
এই হারে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠেছে সেভিয়া। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিয়ারিয়াল।
এএল