হংকংয়ে অনুশীলনে হামজারা, পুরো ফিট বলছেন তপু
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকংয়ের ফিরতি ম্যাচ মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে। অ্যাওয়ে ম্যাচ খেলতে গতকাল শুক্রবার বাংলাদেশ দল হংকং পৌঁছেছে। আজ শনিবার সকালে রিকভারি সেশনের পর বিকেলে মাঠে অনুশীলন করেন হামজা-জামালরা।
বাংলাদেশ দল আজ হংকংয়ের এক কমিউনিটি মাঠে অনুশীলন করেছে। মাঠ খুব বেশি উন্নত ছিল না। তবে হংকংয়ের ফুটবলপ্রেমীদের ভালোবাসায় মুগ্ধ বাংলাদেশ। গতকাল রাতে টিম হোটেলের সামনে হামজা, তারিকের ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন হংকংয়ের কয়েকজন। আজ অনুশীলন মাঠেও ১৫-২০ জন হামজা-জামালদের অটোগ্রাফ নিয়েছেন।
বিজ্ঞাপন
হংকংয়ে পৌঁছেও বাংলাদেশের ফুটবলার ও কোচিং স্টাফরা গত পরশু দিন ঢাকায় হারের ক্ষত বয়ে বেড়াচ্ছেন। হংকং থেকে বাফুফের ভিডিওবার্তায় তপু বর্মণ বলেন, ‘ঢাকার ম্যাচের ফল আমাদের সবার জন্য অপ্রত্যাশিত ছিল। আমাদের আরেকটু মনোযোগী হওয়া উচিত ছিল। শেষ ৩০ সেকেন্ডে আমরা শেষ গোলটা হজম করি। সেখানে আমাদের মনোযোগী ও একটু সেন্সিবল হওয়া উচিত ছিল।'
ইনজুরির কারণে ৯ অক্টোবর একাদশে ছিলেন না তপু। আজ তিনি পুরোপুরি সুস্থ দাবি করে বলেন, ‘আমি এখন শতভাগ সুস্থ। ম্যাচ খেলার মতো আমার সম্ভাবনা ও সামর্থ্য দুটোই হয়েছে।'
বিজ্ঞাপন
হংকংয়ে বাংলাদেশের ম্যাচের টিকিট দেড়-দুই ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে। প্রতিপক্ষের এত দর্শকের বিপক্ষে খেলা চাপ হলেও তপুর দৃষ্টিতে, 'এটা আসলে আমাদের জন্য ভালো ব্যাপার বলে আমি মনে করি। দর্শকের মাঝে আমাদের বাঙালি (বাংলাদেশি) ভাইয়েরাও থাকবেন। সেটাও জেনেছি। অবশ্যই আমাদের দলের জন্য বাড়তি ভালো ব্যাপার।’
এজেড/এইচজেএস