‘সাফল্য কোনো দুর্ঘটনা নয়’, দৃষ্টিনন্দন গোলের পর রোনালদো
পাঁচদিন আগে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ ৪১ গোল করার রেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সটাকে থোড়াই কেয়ার করা এই তারকা এবার দৃষ্টিনন্দন এক গোল করলেন আল নাসরের জার্সিতে। যা স্মরণ করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা জুভেন্তাসের হয়ে খেলার সময়ে করা তরুণ রোনালদোর প্রাণবন্ত পারফরম্যান্সকে।
ক্রীড়াঙ্গনে সবচেয়ে পরিশ্রমী অ্যাথলেটদের একজন এই পর্তুগিজ সুপারস্টার। এমনকি তার লম্বা সময় গোলখরায় কাটানোর নজিরও সেভাবে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ, মাঠের খেলায় অধ্যাবসায় ও পরিকল্পনার বাস্তবায়ন ঘটান সিআরসেভেন। ফলে তার সাফল্য যে দুর্ঘটনাবশত আসে না সেটাই স্মরণ করিয়ে দিলেন ম্যাচ শেষে। গোল করে জার্সি খুলে মাঠের অনেকাংশ দৌড়েছেন রোনালদো, তেমনই এক ছবি দিয়ে তিনি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন– ‘সাফল্য কোনো দুর্ঘটনা নয়।’
বিজ্ঞাপন
— FOX Soccer (@FOXSoccer) October 18, 2025
সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল (শনিবার) রোনালদো-ফেলিক্স-মানেদের আল নাসর রিয়াদের আল আওয়াল পার্ক মাঠে মুখোমুখি হয় আল ফাতেহ এসসির। যেখানে বার্সেলোনা ছেড়ে জাতীয় দল সতীর্থের সঙ্গে যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স হ্যাটট্রিক করেছেন। এ ছাড়া রোনালদো ও কিংসলে কোম্যান গোল করেন একটি করে। যাতে ভর করে আল ফাতেহকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রোনালদো স্কোরবোর্ডে নাম তোলেন ম্যাচের ৬০ মিনিটে। এর আগপর্যন্ত ম্যাচ ১–১ সমতায় ছিল। তিনি আল নাসরকে এগিয়ে দেওয়ার পর ফেলিক্স আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দল পায় ৩ গোল। বক্সের বাইরে থেকে দূরের পোস্টে বুলেট গতির শট নেন রোনালদো। প্রতিপক্ষ গোলরক্ষক হাত ছোঁয়ালেও সেই গতি থামিয়ে দেওয়া সম্ভব হয়নি। পেনাল্টি মিসের হতাশা ভুলে জার্সি খুলে বাঁধনহারা উল্লাসে মাতেন ৪০ বছর বয়সী এই তারকা।
— Cristiano Ronaldo (@Cristiano) October 18, 2025
অবশ্য প্রথমার্ধেই গোলের দেখা পেতে পারতেন রোনালদো। আল ফাতেহ ফুটবলারের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়েছিল আল নাসর। কিন্তু স্পট কিকে বাঁ দিকে নেওয়া শট ঠেকিয়ে পর্তুগিজ তারকাকে হতাশ করেন প্রতিপক্ষ গোলরক্ষক। এর আগে জাতীয় দলের জার্সিতেও বাছাইয়ের ম্যাচে ১১ অক্টোবর পেনাল্টি মিস করেছিলেন রোনালদো। নাসরের হয়ে কালকের গোল দিয়ে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯৪৯–এ।
এএইচএস