সাবিনার শততম গোল করার দিনে নারী ফুটবল লিগে ঘটল এক বাজে ঘটনা। কমলাপুর স্টেডিয়ামে লিগে দিনের দ্বিতীয় ম্যাচ ছিল কাচিঝুলি স্পোর্টিং ক্লাব ও নাসরীন স্পোর্টস একাডেমির মধ্যে। বাফুফের কম্পিটিশন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কোভিড টেস্টের রিপোর্ট জমা দিতে হয় দলগুলোকে। 

কাচিঝুলি সেই রিপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় আজকের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য বাফুফের ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছে বিষয়টি। বৃষ্টি, বৈরী আবহাওয়ার বাইরে করোনা রিপোর্ট এর কারণে নারী লিগের পরিত্যক্ত হওয়ার ঘটনা এবারই প্রথম। 

এজেড/এমএইচ