আফগান ম্যাচ স্থগিত, এএফসি ও মিয়ানমারকে বাফুফের আপত্তিপত্র
১৮ নভেম্বর ঢাকার কিংস অ্যারেনায় আফগানিস্তান ও মিয়ানমারের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হওয়ার কথা ছিল। মিয়ানমারের আপত্তির প্রেক্ষিতে এএফসি ১৮ নভেম্বর ঢাকায় আফগানিস্তানের হোম ম্যাচটি স্থগিত করেছে। বাফুফে এই সংক্রান্ত চিঠি পাওয়ার পর মিয়ানমার ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে আনুষ্ঠানিক আপত্তি পাঠিয়েছে।
আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‘বাফুফে এএফসি’র চিঠি পেয়েছে, যেখানে আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার ম্যাচ স্থগিতের কারণ হিসেবে ‘অপ্রতুল সময়’ উল্লেখ করা হয়েছে।’
বিজ্ঞাপন
বাফুফে এএফসির এই চিঠির প্রেক্ষিতে মিয়ানমার ও এএফসি’কে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে। বাফুফে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ‘ফুটবল ফেডারেশন এই যুক্তিকে অগ্রহণযোগ্য মনে করে ইতোমধ্যে এএফসি ও মিয়ানমার ফুটবল ফেডারেশনের কাছে চিঠি প্রেরণ করেছে, যেখানে উক্ত সিদ্ধান্ত ও মতামতের প্রতি আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়েছে।’
এএফসি’র ওয়েবসাইটে এখনো ১৮ নভেম্বর আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ কিংস অ্যারেনায় প্রদর্শন করছে। যদিও বাফুফের কাছে তথ্য, এই ম্যাচটি নভেম্বর উইন্ডোর পরিবর্তে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে। তাই বাফুফে এএফসিকে ম্যাচের ভেন্যু পুর্নবিবেচনা কিংবা মার্চে বিকল্পভাবে ম্যাচটি আয়োজনের অনুরোধ করেছে। এর অর্থ বাফুফে মার্চ উইন্ডোতে নিরপেক্ষ দেশ হিসেবে ম্যাচ আয়োজনে আগ্রহী।
বিজ্ঞাপন
বাংলাদেশে প্রথম নিরপেক্ষ ভেন্যু হিসেবে প্রথম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। ক্রীড়াঙ্গনে বাড়তি একটি আগ্রহ সৃষ্টি হয়েছিল আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ নিয়ে। নভেম্বর উইন্ডোতে ম্যাচ স্থগিত থাকলেও বাফুফে হাল ছাড়ছে না। এএফসি’র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে এবং এই বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়কে অবহিত করেছে।
বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এএফসি নির্বাহী কমিটির সদস্য। বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্বীকৃতি দিয়ে পরবর্তীতে আবার এএফসি ম্যাচ স্থগিত করেছে। এই বিষয়ে তিনি এএফসির সভায় কিংবা এশিয়ার ফুটবল পরিমন্ডলে কেমন ভূমিকা রাখেন সেটাও দেখার বিষয়। বিগত সময়গুলোতে বাংলাদেশের ক্লাব কিংবা জাতীয় দল এএফসির নানা টুর্নামেন্টে ভোগান্তিতে পড়লেও তার তেমন কোনো ভূমিকা দৃশ্যমান হয়নি।
এজেড/এফআই