এএফসি চ্যালেঞ্জ লিগের মিশন শেষ করে বসুন্ধরা কিংসের ফুটবলাররা দেশে ফিরেছেন। দুই দিন বিশ্রাম নিয়ে ৪ নভেম্বর থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল কিংসের ফুটবলারদের। তবে কিংসের ফুটবলাররা এখনো জাতীয় দলে রিপোর্টিং নিয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো বার্তা পাননি।

আসন্ন নেপাল প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে কিংসের ১০ জন ফুটবলার রয়েছেন। এই দশ জনের মধ্যে নেই ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। হংকং ম্যাচের মতো এবারও তাকে বিবেচনায় আনেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

জাতীয় দলে ডাক পাওয়া কিংসের দশ ফুটবলারের মধ্যে রয়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, ডিফেন্ডার তপু বর্মণ, সাদ ও তাজ উদ্দিন, মিডফিল্ডে দুই সোহেল রানা, হৃদয়, ফরোয়ার্ড রাকিব, শাহরিয়ার ইমন ও ফয়সাল আহমেদ ফাহিম। সেপ্টেম্বর উইন্ডোতে বসুন্ধরা কিংস প্রাক মৌসুম প্রস্তুতির জন্য বিলম্বে ফুটবলার ছেড়েছিল। অক্টোবরে হংকং উইন্ডোতে নির্ধারিত সময়ে ছাড়লেও নভেম্বর উইন্ডোতে খানিকটা বিলম্বের আভাস মিলছে।

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে ফুটবলাররা খানিকটা ক্লান্ত এতে ৪ নভেম্বরের পরিবর্তে আরো দুই-এক দিন দেরিতে ক্যাম্পে আসতে পারেন। বসুন্ধরা কিংস থেকে এই সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফেডারেশনকে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি তাই জাতীয় দলের ম্যানেজার আমের খান আশা করছেন নির্ধারিত সময়েই ফুটবলারদের পাওয়ার।

জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এখনো স্পেনে। তার ৪ নভেম্বর এসে অনুশীলন করানোর কথা। বসুন্ধরা কিংস খেলোয়াড় বিলম্বে ছাড়লে তিনিও খানিকটা বিলম্বে আসতে পারেন বলে জানা গেছে। বাফুফে এখনো হ্যাভিয়েরের রিটার্ন টিকিট পাঠায়নি, তিনি নিজেই টিকিট কেটে আসবেন।

এজেড/এইচজেএস