প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে বিসিবির নতুন কমিটি ঘরোয়া ক্রিকেট শুরু করতে চেয়েছিল। গত মৌসুমের চেয়ে ক্লাবগুলোর আর্থিক সুবিধা বাড়িয়ে দেয়ার ঘোষণাও করেছিল সিসিডিএম। এরপরও বিসিবি নির্বাচনের প্রভাব-প্রতিবাদে চল্লিশটির বেশি ক্লাব ঘরোয়া ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

ক্রিকেটে যেখানে অর্থ বাড়ানোর প্রস্তাবেও সাড়া মিলছে না ক্লাবগুলোর সেখানে ফুটবলে আর্থিক নিশ্চয়তা ছাড়াই দল গড়েছে। ১৫ নভেম্বর থেকে কমলাপুর স্টেডিয়ামে প্রথম বিভাগ খেলা শুরু হবে। ২০২৪ সালে প্রথম বিভাগ লিগ পরিত্যক্ত হয় দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য। মাঠের অপ্রতুলতার জন্য বাফুফে লিগ আয়োজন করতে পারেনি। অবশেষে ১৫ নভেম্বর থেকে কমলাপুর স্টেডিয়ামে সিনিয়র ডিভিশন লিগ শুরু হচ্ছে।

আসন্ন লিগে ২০ দলের অংশগ্রহণ করার কথা। উত্তর বারিধারা ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব শেষ মুহুর্তে দল গড়েনি। ফলে ১৮ দল নিয়েই লিগ শুরু হচ্ছে। আজ মহানগর লিগ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। বাফুফের অন্যতম সহ-সভাপতি ও ঢাকা মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ বলেন, '১৮ দল নিয়ে লিগ হলেও রেলিগেশন ও প্রমোশনের সংখ্যায় পরিবর্তন আসছে না। ক্লাবগুলো খেলার ব্যাপারে যথেষ্ট আন্তরিক আমরাও চেষ্টা করব যতটুকু সম্ভব তাদের আর্থিকভাবে সাহায্য করার।'

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নিজের ক্লাব নোফেল স্পোর্টিং। ২০২৪-২৫ ফুটবল মৌসুমে নোফেল চ্যাম্পিয়নশিপ লিগের দল গঠন করেনি। চ্যাম্পিয়নশিপ লিগে দল গঠন না করায় প্রথম বিভাগে অবনমিত হয়েছে। ২০২৫-২৬ মৌসুমে নোফেল ভালো মানের দল গড়েছে।

ঘরোয়া ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ফরাশগঞ্জ। কাজী সালাউদ্দিনের আমলে প্রভাবশালী এক নির্বাহী সদস্যের প্রভাবে ফরাশগঞ্জ একাধিকবার অতিরিক্ত সুবিধা পেয়েছে। কখনো অবনমন আইন শিথীল হয়ে একই স্তরে খেলেছে আবার ঐ স্তরে না খেলে পরের স্তরে যাওয়ার রীতি থাকলেও বিশেষ কৃপায় পূর্বের স্তরে খেলার ঘটনাও রয়েছে। তাবিথ আউয়ালের কমিটি দলবদলে অংশ না নেয়া ক্লাবগুলোর উপর কেমন নীতি বাস্তবায়ন করে সেটাই দেখার বিষয়। 

এজেড/এইচজেএস