সারা বিশ্বে বহুল ও নিত্য ব্যবহৃত কয়েকটি শব্দের মধ্যে ফুটবল অন্যতম। সেই ফুটবলের ইংরেজী বানান ভুল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ কমলাপুর স্টেডিয়ামে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বাফুফের উদ্বোধনী মঞ্চ ও বিভিন্ন বোর্ডে ফুটবলের পরিবর্তে ইংরেজিতে, ‘ফুটাবল’ লেখা ছিল।

ফুটবল ফেডারেশন ফুটবল বানানই ভুল করেছে। তাই আজকের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলার ছবিগুলোতে বেশ সতর্কতার সঙ্গে বোর্ডের কিছু অংশ কেটে দিয়েছে বাফুফের মিডিয়া বিভাগ। যেন গণমাধ্যমের চোখে ভুলটি সামনে না আসে। তবে কমলাপুরে খেলা কাভার করতে যাওয়া মিডিয়াকর্মীদের চোখে ঠিকই ধরা পড়েছে। পাশাপাশি ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরাও বাফুফের এই ভুল নানা মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

ফিফা-এএফসি অনুদানে বড় অংশ ব্যয় বাফুফের স্টাফদের পেছনে। এই স্টাফরা প্রায়ই ফুটবল সংশ্লিষ্টদের ফিফা-এএফসি আইন দেখিয়ে হয়রানি করেন। অথচ নিজেরাই প্রায় সময় অদক্ষতা, অপেশাদারিত্বের পরিচয় দেন। আজকের বোর্ডে এই বানান ভুল মার্কেটিং বিভাগের দায় সরাসরি। বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম মার্কেটিং কমিটির চেয়ারম্যান। তাই তিনি সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্তকে শোকজ করার নির্দেশনা দেন। সেই মোতাবেক বাফুফে সাধারণ সম্পাদক ইতোমধ্যে শোকজ চিঠি দিয়েছেনও।

২০২৪ সালের অক্টোবরে তাবিথ আউয়ালের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সেই কমিটির এক বছর পেরিয়ে যাওয়ার পর প্রথম বিভাগ ফুটবল শুরু হয়েছে। মাঠ সংকটের পর অবশেষে খেলা গড়ানোয় স্বস্তি বাফুফে সভাপতির কন্ঠে, 'নতুন টার্ফে আমরা আজ খেলা শুরু করতে পেরেছি। এজন্য মহানগরী লিগ কমিটিকে ধন্যবাদ জানাই। আমরা সামনে পাইওনিয়ার ও অন্য লিগও আয়োজন করব।'

কমলাপুর স্টেডিয়ামে মহিলা দল, জুনিয়র দলগুলো অনুশীলন করে। আবার ফুটবলের নিচের স্তরের খেলাও হয়। বিশেষ করে গরমের মধ্যেও টার্ফে খেলা হয়েছে আগে। তাই ফ্লাডলাইট সংস্কারে মনোযোগ বাফুফে সভাপতির, 'ফ্লাডলাইটে কিছু কাজ হলে রাতেও খেলা করা যাবে।'

জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে ফুটবলাঙ্গনে প্রচুর সমালোচনা। তাকে নিয়ে প্রশ্ন হলে বাফুফে সভাপতি বলেন, 'আমাদের মনোযোগ এখন ভারত ম্যাচ নিয়ে, আশা করি ভারতকে হারিয়ে ২০২৫ সাল শেষ করতে পারব। ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ের মাধ্যমে পরবর্তীতে আমরা আপনাদের অবহিত করব।'

কমলাপুর স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম বিভাগ লিগের উদ্বোধনী দিনে নোফেল স্পোর্টিং ক্লাব ১-২ গোলে ঢাকা ইউনাইটেডের কাছে হেরেছে। প্রথম বিভাগ ফুটবলে এবার ১৮ দল অংশগ্রহণ করছে। ফুটবলের তুমুল উন্মাদনার মধ্যেও আনুষ্ঠানিক স্পন্সর ছাড়াই শুরু হয়েছে লিগ। 

এজেড/এইচজেএস