স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক স্পেন
ফেভারিটের তকমা নিয়ে এবারের ইউরোর আসর শুরু করেছিল স্পেন। তবে মাঠের লড়াইয়ে সুবিধা করতে পারছে না লুইস এনরিকের দল। গ্রুপ পর্বে নিজদের খেলা দুই ম্যাচে এখনো জয়ের মুখ দেখতে পারেনি তিনবারের চ্যাম্পিয়নরা। সরাসরি শেষ ষোলোতে খেলতে আজ (মঙ্গলবার) স্লোভাকিয়ার বিপক্ষে জিততেই হবে স্পেনকে। এই ম্যাচের আগে সতর্ক দলটির কোচ লুইস এনরিকে।
গ্রুপ ই-তে স্পেন আর স্লোভাকিয়া ছাড়া বাকি দুই দল সুইডেন ও পোল্যান্ড। প্রথম ম্যাচে সুইডেনের জমাট রক্ষণ ভাঙতে পারেনি লা রোজারা। সেই ম্যাচে কোনই দলই গোলের দেখা পায়নি। এতে ১-১ পয়েন্ট ভাগাভাগি করতে হয়। নিজেদের পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করে স্পেন। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের চার দলের মধ্যে তৃতীয় অবস্থানে আছে তারা।
বিজ্ঞাপন
সরাসরি শেষ ষোলোতে খেলতে আজ স্লোভাকিয়ার বিপক্ষে জয়ভিন্ন কোনও পথ নেই ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার শুধু হার এড়ালেই চলবে। এই ম্যাচে প্রতিপক্ষ যে রক্ষণাত্মক ফুটবল খেলবে সেটি ভালোভাবেই বুঝতে পারছেন এনরিকে। এ জন্য ম্যাচের আগে কঠিন লড়াইয়ের বার্তা দিলেন তিনি। জানালেন দ্রুত গোল করার জন্য লড়বে তার দল।
স্প্যানিশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এনরিকে জানিয়েছেন, ‘নিঃসন্দেহে স্লোভাকিয়া রক্ষণাত্মক ফুটবলই খেলবে। ড্র-ই তাদের জন্য যথেষ্ট হবে। তাই আশা করি, দ্রুত আমরা যেন গোল করতে পারি। কারণ ম্যাচটি কঠিন হবে। আমরা মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছি এবং ম্যাচের জন্য প্রস্তুত।’
বিজ্ঞাপন
এনরিকে সুইডেনের সঙ্গে যে একাদশ নিয়ে খেলা শুরু করেছিলেন, পোল্যান্ডের বিপক্ষে সে একাদশে পরিবর্তন ছিল একটি। ফেরান তোরেসের পরিবর্তে জেরার্ড মরেনোকে খেলান এনরিকে। এ ম্যাচের একাদশ কেমন হবে সেটি নিয়ে কোনোও কথা বলেননি এনরিকে। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, স্লোভাকিয়ার বিপক্ষে ছয়টি পরিবর্তন আনতে পারেন বার্সেলোনার সাবেক হেড কোচ।
টিআইএস