এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম রাউন্ডে আজ (মঙ্গলবার) ঢাকায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত (Bangladesh vs India football)। দুই দল আগেই ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। তবুও এই লড়াইয়ের আগে ‘যুদ্ধের আঁচ’ পাওয়া যাচ্ছে। মাঠে বাংলাদেশ-ভারতের প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা যোগ করেছে। তাই এই ম্যাচ নিয়মরক্ষার হলেও দুই দলই নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার পণ করেছে।

চার ম্যাচের খেলা শেষে ‘সি’ গ্রুপে দুই দলের সমান চার পয়েন্ট। গোলপার্থক্যে এগিয়ে বাংলাদেশ। আর তলানিতে ভারত। এই ম্যাচ শুধু পয়েন্ট ব্যবধান বাড়ানোর নয়, আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার আর গৌরব অর্জনের।

হেড টু হেড : বাংলাদেশ বনাম ভারত

দুই দল এনিয়ে ৩০তম বার মুখোমুখি হবে। ভারত জিতেছে ১৩টি, বাংলাদেশ তিনটি এবং ১৩ ম্যাচ শেষ হয়েছে ড্রতে।

তাদের মধ্যে সবশেষ ম্যাচ হয়েছে এই বছর মার্চে শিলংয়ে। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

ভারত সবশেষ বাংলাদেশের মাটিতে খেলেছে ২০০৩ সালে ঢাকায়। সাফ গোল্ড কাপে সেবার স্বাগতিকরা ২-১ গোলে জিতেছিল।

আজ ২২ বছর পর বাংলাদেশে প্রথম ম্যাচ খেলবে ভারত, যা এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

ফর্মে এগিয়ে কারা?

ভারত- শেষ পাঁচ ম্যাচ (সব প্রতিযোগিতা)

ভারত ৬-১ ভুটান (প্রীতি ম্যাচ)

ভারত ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)

সিঙ্গাপুর ১-১ ভারত (এশিয়ান কাপ বাছাই)

ওমান ১ (২)- ১ (৩) ভারত (সিএএফএ নেশন্স কাপ)

আফগানিস্তান ০-০ ভারত (নেশন্স কাপ)

বাংলাদেশ- শেষ পাঁচ ম্যাচ (সব প্রতিযোগিতা)

বাংলাদেশ ২-২ নেপাল (প্রীতি ম্যাচ)

হংকং ১-১ বাংলাদেশ (এশিয়ান কাপ বাছাই)

বাংলাদেশ ৩-৪ হংকং (এশিয়ান কাপ বাছাই)

নেপাল ০-০ বাংলাদেশ (প্রীতি ম্যাচ)

বাংলাদেশ ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)

এফএইচএম/