বাংলাদেশ নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন মানেই কোচ পিটার বাটলারের কখনো হাস্যরস আবার কখনো তীব্র মনোভাব। আজ ত্রিদেশীয় নারী সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রশ্ন উঠল সাবিনা, মাসুরাকে নিয়ে। তখন এক শব্দে তিনি বললেন ‘না’।

শুধু না বলেই ক্ষান্ত হননি। এরপর এই বিষয়ে আর সাংবাদিকদের প্রশ্ন করতেও বারণ করেছেন বাটলার, ‘এ নিয়ে আর কোনো প্রশ্ন করার দরকার নেই।’ বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে আট গোল হজম করেছে। বাটলারের হাই লাইন ডিফেন্স তত্ত্বে ডিফেন্ডারদের দুর্বলতা ছিল স্পষ্ট। সেখানে মাসুরার মতো অভিজ্ঞ ডিফেন্ডারের সঙ্গে বাফুফের চুক্তি থাকলেও বাটলার তাকে ক্যাম্পে ডাকারই প্রয়োজন মনে করেন না।

নারী ফুটবলারদের সঙ্গে বাফুফে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। সাবিনা, মাসুরা, কৃষ্ণা, সানজিদা, সুমাইয়াদের বাফুফের সাথে চুক্তিবদ্ধ হলেও জাতীয় দলে ক্যাম্পে অনুশীলনের সুযোগ পান না। ফলে তাদের পারফরম্যান্স ও ফিটনেসও কমতির দিকে থাকবে। সিনিয়র ফুটবলারদের এই পরিণতি নিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও নির্বিকার, 'তাদের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি। এরপর নবায়ন হবে কি না ফেডারেশনের সিদ্ধান্ত পরবর্তীতে জানাব আপনাদের।'

বাংলাদেশ ১ মার্চ অস্ট্রেলিয়ায় এশিয়া কাপে খেলবে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ঢাকায় ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে। যেখানে প্রতিপক্ষ মালয়েশিয়া ও ইউরোপের আজারবাইজান। বাংলাদেশ নারী দল কখনো ইউরোপের সঙ্গে খেলেনি। তাই অধিনায়ক আফিদা খন্দকার খানিকটা রোমাঞ্চিত, 'ইউরোপের দলের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য ভালোই হবে। তাদের ভিডিও ফুটেজ এখনো দেখিনি। কোচ নিশ্চয়ই আমাদের ম্যাচের  আগে দেখাবেন।'

থাইল্যান্ডে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের পর কোচ ফুটবলারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে ভুটান লিগ থেকে আসা ফুটবলারদের ফিটনেস ও পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ তার কাছে। এবার প্রায় তিন সপ্তাহ পুরো দল পাওয়ায় খানিকটা খুশি বাটলার, 'থাইল্যান্ড সফরের আগে খুব স্বল্প সময় ছিল প্রস্তুতির জন্য। এবার ২২ দিন এক সঙ্গে অনুশীলন হয়েছে। আশা করি পারফরম্যান্স অবশ্যই ভালো হবে।'

মালয়েশিয়া র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দশ ধাপ এগিয়ে থাকলেও আগে তাদের হারানোর রেকর্ড রয়েছে। আজারবাইজাইন ইউরোপীয়ন দল হলেও তাদের র‌্যাংকিং ৭৪। যেখানে বাংলাদেশ মিয়ানমারের মতো আরো এগিয়ে থাকা দলের বিপক্ষে জিতেছে। ফলে বাংলাদেশ দুই ম্যাচই জিতে এশিয়া কাপের প্রস্তুতি স্বাভাবিক রাখতে চায়, 'আমরা অবশ্যই সঠিক পথে রয়েছি। সামনের দু’টো ম্যাচে ইতিবাচক ফলাফলই প্রত্যাশা করছি। কোরিয়া, থাইল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে গোল হজম করা স্বাভাবিক, আমি বাস্তবিক জগতে বাস করি', বলেন বাটলার।

২ ডিসেম্বর আজারবাইজাইনের বিপক্ষে প্রীতি ম্যাচের বাংলাদেশ নারী ফুটবল দলের আনুষ্ঠানিক কোনো সূচি নেই। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'এখানে খেলা শেষ করে মেয়েরা আবার চট্টগ্রাম ফিরে যাবে। তারপর মালয়েশিয়ায় সিনিয়র ও অ-২০ দল এক সঙ্গে ট্রেনিংয়ে যাবে। মালয়েশিয়া জাতীয় ও ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে।'

১৫ ডিসেম্বর থেকে নারী ফুটবল লিগ আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। সেই পরিকল্পনা থেকে সরে আসছে, 'এখনো দলবদলের কার্যক্রম চলছে। দলবদলের পর প্রস্তুতির সময় দিতে হবে ক্লাবগুলোকে। ১৫ ডিসেম্বর লিগ শুরু করা যাবে না। ২৭-২৮ তারিখের আগে চালু করা যাচ্ছে না’, বলেন কিরণ। ৫ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ঐ টুর্নামেন্টে বাংলাদেশের ক্লাব নাসরিন অংশগ্রহণ করবে। সেখানে অ-১৭ ও ২০ দলের ফুটবলারদেরই খেলার অনুমতি দিচ্ছে ফেডারেশন। আজ সংবাদ সম্মেলনে কিরণ এমন তথ্যই দেন।

আজ মালয়েশিয়া নারী ফুটবল দল ঢাকায় আসছে। পরশু দিন জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে তারা। ইউরোপের দল আজারবাইজান আসবে আগামীকাল। ২৯ নভেম্বর তারা মালয়েশিয়ার এবং ২ ডিসেম্বর স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজে কোনো ট্রফি আছে কিনা এটা জানাতে পারেনি ফেডারেশন।

এজেড/এইচজেএস