কিংসের সঙ্গে শীর্ষে রহমতগঞ্জ, ৩ ঘণ্টা পর ফল জানাল বাফুফে
বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে আজ (মঙ্গলবার) ছিল একটি মাত্র ম্যাচ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে সেই ম্যাচে রহমতগঞ্জ ২-১ গোলে পিডব্লিউডিকে হারিয়েছে।
পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ এই জয়ে তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে। সমান ম্যাচে বসুন্ধরা কিংসেরও সমান ৭ পয়েন্ট। বাফুফের বাইলজ অনুযায়ী পয়েন্ট টেবিলের অন্য পজিশনগুলো গোল ব্যবধানে ভেদাভেদ হলেও চ্যাম্পিয়ন ও অবনমনে পয়েন্ট সমান হলে প্লে অফ। তাই রহমতগঞ্জ ও কিংস দুই দলই যুগ্মভাবে শীর্ষে।
বিজ্ঞাপন
প্রিমিয়ার লিগ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়। রহমতগঞ্জ জয়ের ফলে টেবিলের শীর্ষে উঠে এসেছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের ফলাফল বাফুফে মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাত ৮টার পর। অথচ খেলা শেষ হয়েছে তিন ঘণ্টা আগে। ফলাফল দিয়েই ক্ষান্ত ফেডারেশন গণমাধ্যমে আজকের ম্যাচের কোনো ছবিও প্রদান করেনি। বাফুফের ফেসবুক পেজেও লিগ নিয়ে কোনো পোস্ট নেই এই রিপোর্ট প্রকাশের আগপর্যন্ত। রহমতগঞ্জ ক্লাব ঘণ্টা তিনেক আগেই তাদের ফেসবুক পেজে ফলাফল ও ছবি পোস্ট করেছিল।
ম্যাচের ২০ মিনিটে রহমতগঞ্জের ঘানার মিডফিল্ডার আবু ক্লেমেন্ট গোল করেন। প্রথমার্ধে ১-০ লিড নিয়ে শেষ করে পুরান ঢাকার ক্লাবটি। ৬৯ মিনিটে পিডব্লিউডি’র দুখু মিয়া গোল করে সমতা আনেন। নির্ধারিত সময়ের এক মিনিট আগে মেহেদী হাসান রয়েলের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।
বিজ্ঞাপন
চ্যাম্পিয়নশিপ লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রায় তিন দশক পর ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে এসেছে পিডব্লিউডি। প্রথম ম্যাচে কিংসকে রুখে দিয়ে চমক দেখিয়েছিল। পরের ম্যাচে তারা আরামবাগকে পরাজিত করে। তৃতীয় ম্যাচে এসে হারের তেতো স্বাদ পেল গণপূর্ত বিভাগের দলটি।
জাতীয় দলের ব্যস্ততার জন্য ঘরোয়া ফুটবলে লম্বা বিরতি ছিল। গতকাল থেকে লিগ পুনরায় শুরু হয়েছে। আগামী শুক্রবার লিগের চতুর্থ রাউন্ডের খেলা। ২ ডিসেম্বর মঙ্গলবার ফেডারেশন কাপের পরবর্তী ম্যাচ।
এজেড/এএইচএস