বাটলারের অবস্থান বদলাতে চান কিরণ
হাই লাইন ডিফেন্সে জিতে তৃপ্ত মালয়েশিয়া কোচ
বছর তিনেক আগে কমলাপুর স্টেডিয়ামে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ এশিয়া কাপ নিশ্চিত করার পর আজ (বুধবার) ঢাকায় মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে। শুধু ফলাফলই নয়, মাঠের পারফরম্যান্সেও বাংলাদেশ ছিল অনুজ্জ্বল।
মালয়েশিয়া ম্যাচের একমাত্র গোলটি করেছে প্রথমার্ধে, বাংলাদেশের হাই লাইন ডিফেন্সের কারণে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার ব্রাজিলিয়ান কোচ জয়েল করনেলি সুস্পষ্ট স্বরেই বললেন, ‘আমরা বাংলাদেশের ভিডিও দেখেছি, তারা ভেরি হাই লাইন ডিফেন্স করে। আমরা আজ বাংলাদেশের হাই লাইন ডিফেন্সের ফলে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি, সেটা পেরেছি।’
বিজ্ঞাপন
বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার প্রতিপক্ষ যেমনই হোক না কেন, আফিদাদের হাই লাইন ডিফেন্সে খেলাতে অনড়। যদিও বাংলাদেশের ডিফেন্ডারদের হাই লাইন ডিফেন্সে অনেক দুর্বলতা রয়েছে। যা খুব সহজেই ধরতে পারে প্রতিপক্ষ দল। আজ মালয়েশিয়ার কোচ বাংলাদেশের বিপক্ষে জয়ের কারণ হিসেবে সহজেই হাই লাইন ডিফেন্সকে টপকানোর কথা উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
পিটার বাটলার ক্রমাগত হাই লাইন ডিফেন্স করিয়ে যাচ্ছেন। এতে বাংলাদেশ প্রতি ম্যাচে গোল হজম করছে ও হারছে সাম্প্রতিক সময়ে। তাই বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কোচের এই কৌশল নিয়ে শঙ্কিত। তিনি ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘এটা নিয়ে কোচের সঙ্গে কথা বলব। এখান থেকে (হাই লাইন) সরে আসতে হবে। অন্য কোনো টেকনিক থাকলে করতে হবে।’
এজেড/এএইচএস