বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন গত ম্যাচে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনীকে হারিয়ছিল। শক্তিশালী আবাহনীকে হারানোর পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে হেরেছে মোহামেডান। আজ বিকেলে মানিকগঞ্জের শহীদ তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ২-০ গোলে মোহামেডানকে হারিয়েছে। 

২২ বছর পর মোহামেডান গত মৌসুমে ফুটবল লিগ শিরোপা পায়। ঐতিহ্যবাহী ক্লাব সাফল্য পাওয়ার পরও সংকটের মধ্যেই রয়েছে। আর্থিক কারণে ভালো দল গড়তে পারেনি। মোটামুটি মানের দল গড়লেও দেশি-বিদেশি ফুটবলাররা বেতন দিতে পারছে না ক্লাবটি। এজন্য ফুটবলাররা মানসিকভাবে বিপর্যস্ত। যার প্রভাব পড়েছে আজকের খেলায়।

আবাহনীকে হারানোর পরও ফুটবলাররা বেতন বা আর্থিক সুবিধা পাননি। তাই আজ ফকিরেরপুলের বিপক্ষে অনেকটা অনুরোধ করেই দলকে মাঠে নামিয়েছিলেন মোহামেডানের ম্যানেজার ও কোচিং স্টাফরা। প্রথমার্ধে কোনো গোল হজম না করলেও দ্বিতীয়ার্ধে দুই গোলে পিছিয়ে মোহামেডান। ৪৭ মিনিটে গোলরক্ষক ও ডিফেন্সের ভুলে ইরফান হোসেন প্লেসিংয়ে বল জালে পাঠান। ৬১ মিনিটে ফ্রি কিক থেকে বল পেয়ে আইভোরিকোস্টের ইব্রাহিম বক্সের মধ্যে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন। মোহামেডান আর গোল করে খেলায় ফিরতে পারেনি। 

ফকিরেরপুলের কাছে মোহামেডানের হার অবশ্য অস্বাভাবিক নয়। গত মৌসুমে প্রথম লেগে শেষ ম্যাচে ফকিরেরপুলের কাছে হেরেছিল মোহামেডান। দ্বিতীয় লেগে অবশ্য মোহামেডান সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছিল। এবার আবার লিগে হারল মোহামেডান। 

আজকের হারে মোহামেডান ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে। ফকিরেরপুল পয়েন্ট টেবিলের তলানিতে থেকে উঠে ৪ পয়েন্ট নিয়ে আবাহনী ও মোহামেডানের মাঝে রয়েছে। আজ দিনের আরেক ম্যাচে গাজীপুরে স্বাগতিক পিডব্লিউডি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করে। এতে ব্রাদার্সের ৭ ও পিডব্লিউডির ৫ পয়েন্ট হয়েছে। 

আজ প্রিমিয়ার লিগের আরেকটি ম্যাচ রয়েছে কিংস অ্যারেনায় রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংসের। দুই ভেন্যুতে দুই ম্যাচ শেষ হয়েছে এক ঘণ্টার বেশি। এখনো ফেডারেশন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ফলাফল সরবারহ করতে পারেনি। এমনকি ফেসবুক পেজেও নেই কোনো পোস্ট। গতকাল খেলার শুরুতে খেলোয়াড় তালিকা সরবারহ করলেও আজ মিডিয়া খেলোয়াড় তালিকাও পায়নি। 

এজেড/এইচজেএস