একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি
দুই ম্যাচে দুটি ট্রফি অপেক্ষা করছিল লিওনেল মেসিদের জন্য। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে জিতে প্রথমটি বাগিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। বড় জয়ে তারা এমএলএস কাপের ফাইনালে উঠেছে। ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।
আজ (রোববার) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নিউইয়র্ককে আতিথ্য দিয়েছে মায়ামি। যেখানে উভয় দলই প্রায় সমান তালে লড়েছে। তবে একের পর এক গোলে ব্যবধান গড়ে দেয় স্বাগতিকরা। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। মায়ামির পক্ষে হ্যাটট্রিক করেছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। এ ছাড়া মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল করেন।
বিজ্ঞাপন
দীর্ঘ সময় আর্জেন্টাইন মহাতারকা মেসির সঙ্গে খেলছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। বার্সেলোনার পর মায়ামিতেও তারা ড্রেসিংরুম শেয়ার করেছেন। তবে সেই অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে। মৌসুমের মাঝেই পেশাদার ফুটবলে ইতি টানার ঘোষণা দিয়েছিলেন সাবেক দুই স্প্যানিশ তারকা বুসকেটস-আলবা। এমএলএস কাপের ফাইনালই হবে তাদের সঙ্গে মেসি-সুয়ারেজদের শেষ ম্যাচ। যেখানে মায়ামির প্রতিপক্ষ হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে সানদিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ম্যাচে বিজয় দল।
বিজ্ঞাপন
মেসির সেট পিসে আলবা শুরুতেই মায়ামিকে এগিয়ে দিতে পারতেন। তবে তার হেড পরাস্ত হয় নিউইয়র্ক গোলরক্ষকের সামনে। খানিক বাদেই ১৪ মিনিটে মায়ামি ব্রেকথ্রু পায় আলেন্দের কাছ থেকে। বক্সে পাস পেয়ে সেটি জালে জড়াতে ভুল করেননি এই আর্জেন্টাইন। আট মিনিট বাদে ফ্লোরিডার ক্লাবটি ব্যবধান দ্বিগুণ করে। আলবা প্রতিপক্ষের বক্সে দারুণ এক ক্রস বাড়ান আলেন্দেকে, হালকা লাফিয়ে সেটিকে নিজের নিজের দ্বিতীয় গোলে পরিণত করেন এই স্ট্রাইকার। ৩৭ মিনিটে সেট পিস থেকে হেড দিয়ে জাস্টিন হাক নিউইয়র্কের পক্ষে ব্যবধান কমান।
বিরতির পর আরও আগ্রাসী রূপ ধারণ করে মায়ামি। ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন মাতেও সিলভেট্টি। এটি আর্জেন্টাইন মহাতারকার পেশাদার ক্যারিয়ারে সর্বোচ্চ ৪০৫ অ্যাসিস্টের রেকর্ড। ৮৩ মিনিটে আলবার ব্যাকহিল পাসে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন আলেন্দে। আর তাতে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় মায়ামির। একইসঙ্গে তারা এমএলএস কাপের ফাইনালে পা রাখল।
— Major League Soccer (@MLS) November 30, 2025
এবারের মৌসুমে মায়ামি এমএলএসের যত ওপরে উঠছে ততই তাদের নতুন ইতিহাস রচিত হচ্ছে। মেসির আগমনের পর থেকেই ২০২৩ সাল থেকে নিজেদের এই স্বপ্নযাত্রা শুরু করে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। এর আগের পাঁচ মৌসুমে খেললেও মায়ামি কখনোই এতদূর আসতে পারেনি। মেসি যোগ দেওয়ার পরই ২০২৩ সালে লিগস কাপ এবং পরের বছর এমএলএসের ইতিহাসে এক মৌসুমের সর্বোচ্চ পয়েন্ট বাগিয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছিল মায়ামি।
এএইচএস