গোলের খেলা ফুটবল। গোলের পর স্টেডিয়ামে হয় উল্লাস। আজ জাতীয় স্টেডিয়াম দেখা গেল ভিন্ন চিত্র। আজারবাইজাইনের অধিনায়ক জাফরজাদে গোল করে কান্না করেন। স্টেডিয়াম আসা সকলের কৌতুহল গোলের পর উৎসবের পরিবর্তে কাঁদলেন কেন আজারবাইজান অধিনায়ক।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসা আজারবাইজানের কোচ আজগরভ বলেন, 'আজ আমাদের অধিনায়কের মায়ের মৃত্যুবার্ষিকী। দুই বছর আগে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন। তাই অধিনায়ক তার মাকে স্মরণ করেছেন।’ কোচ দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর কথা বললেও অধিনায়ক তার নিজস্ব ইন্সট্রাগ্রামে চার বছর আগের মা হারানোর কথা লিখেছেন। ম্যাচের পর বাংলাদেশি সাংবাদিককে অধিনায়ক অবশ্য জানিয়েছেন গতকাল ছিল তার মায়ের মৃত্যুবার্ষিকী। তার মা কিভাবে মারা গেছেন সেটা অবশ্য বলতে চাননি।

গোলের পরপরই ডাগ আউট থেকে ছবি সম্বলিত একটি সাদা টি শার্ট মাঠে পাঠানো হয়। ঐ টি শার্ট ধরে রেখে দলের সবাই ছবি তোলেন। এরপরই অধিনায়ক কান্না শুরু করেন। আকাশের দিকেও চেয়ে থাকেন কিছু সময়। 
আজারবাইজানের কোচ অধিনায়কের এই উদযাপন নিয়ে বলেন, 'গতকাল অনুশীলনের পর আমাদের এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানতাম আগামীকাল তার মায়ের প্রয়াণ দিবস। তিনি গোল করলে এ রকম উদযাপন হবে সেটা আমাদের পরিকল্পনায় ছিল।'

আজারবাইজান নারী ফুটবল দল প্রথমবার এশিয়া সফরে এসেছে। দুই ম্যাচই জিতেছে। শেষ ম্যাচে অধিনায়ক গোল করেছে স্বাগতিক দলের বিপক্ষে। অধিনায়কের মায়ের মৃত্যুবার্ষিকীতে সরাসরি উৎসর্গ না করলেও উপহার হিসেবে দেখছেন কোচ, 'এটা তার জন্য আমাদের দল থেকে ভালো একটি উপহার।'

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। বাংলাদেশ উজবেকিস্তানের বিপক্ষে জিতলে গ্রুপের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে। কোয়ার্টার ফাইনাল খেললে অলিম্পিক ও বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। আজারবাইজান ও উজবেকিস্তান কাছাকাছি দেশ। বাংলাদেশ-আজারবাইজান ম্যাচ নিয়ে আজারবাইজান কোচের মন্তব্য, 'বাংলাদেশ আজ যেভাবে খেলেছে সেভাবে খেললে উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব।'

এজেড/এইচজেএস