তিন বছর আগে জেতা বিশ্বকাপ ট্রফি কি ধরে রাখতে পারবে আর্জেন্টিনা, নাকি নতুন কোনো দল জিতবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ খেতাব? লিওনেল মেসি বুঝতে পারছেন, ২০২৬ সালেও বিশ্বকাপ জয়ের পুনরাবৃত্তি করা হবে আর্জেন্টিনার জন্য বিশাল চ্যালেঞ্জের। আর সেই চ্যালেঞ্জ কারা ছুড়ে দিতে পারে, সেই ধারণাও আছে বিশ্বকাপ জয়ী অধিনায়কের। সেই তালিকায় অবশ্য নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

শেষবার টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি বিশ্ব দেখেছিল ছয় দশকেরও বেশি আগে। ১৯৫৮ ও ১৯৬২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই একই সাফল্য দেখানোর সুযোগ আর্জেন্টিনার। মেসি সাফ জানিয়ে দিলেন, এই পথ সহজ হবে না মোটেও।

২০২২ সালে ফ্রান্স একই কীর্তি গড়ার সুযোগ পেয়েছিল। কিন্তু নাটকীয় ফাইনালে তাদের সেই স্বপ্ন ভেঙে দেয় আর্জেন্টিনা। এবারো তারা ফেভারিট হিসেবে মূল মঞ্চে নামছে। অন্য আরও কয়েকটি দলকে বিপজ্জনক মনে করছেন মেসি। তবে এই তালিকায় রোনালদোর পর্তুগালকে না রেখে শিরোনাম হলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

মেসি ইএসপিএনকে বলেছেন, ‘স্পেন, আবারো ফ্রান্স, ইংল্যান্ড, দীর্ঘদিন শিরোপা না জেতা ব্রাজিল, জার্মানির মতো খুব ভালো অনেক দল আছে। এটা খুব কঠিন। কিন্তু আমরা লড়তে যাচ্ছি, আমরা সবকিছু দিতে যাচ্ছি।’

এদিকে ব্রাজিলের কিংবদন্তি বেবেতো বলেছেন, ‘আর্জেন্টিনা এবার ভালোভাবে নামতে যাচ্ছে। তারা ব্রাজিলের চেয়ে ভালো অবস্থানে আছে।’

এফএইচএম/