২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল (শুক্রবার) দিবাগত রাতে। ইতোমধ্যে গ্রুপপর্বে কে কার সঙ্গে লড়বে সেটি চূড়ান্ত। তবে ফিফা ভেন্যু ও ম্যাচের সূচি জানাবে আজ (শনিবার)। বিশ্বকাপের গ্রুপপর্বে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে। তার আগেই বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এর মধ্যে মার্চে দুটি ম্যাচ ঠিক করেছে ইউরোপের দুই পরাশক্তি দলের সঙ্গে।

নতুন বছরে ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে আগামী মার্চে। ওই সময়েই ব্রাজিল যে দুটি বড় দলের সঙ্গে খেলতে যাচ্ছে তা মোটামুটি আগেই চূড়ান্ত ছিল। তবে কার্লো আনচেলত্তির দল অপেক্ষায় ছিল বিশ্বকাপ ড্রয়ের। অর্থাৎ, তাদের গ্রুপে পড়বে না এমন দল বেছে নেওয়ার লক্ষ্য ছিল তাদের। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ২০২২ কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে সেলেসাওদের আসন্ন বিশ্বকাপের যাত্রা শুরু হবে।

বিশ্বকাপের প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করতে মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে ব্রাজিল। তবে এখনও সময়সূচি চূড়ান্ত হয়নি। গতকাল ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পরই এই দুটি ম্যাচের তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির দাউদ। তিনি জানান, আমাদের আসন্ন দুটি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত– ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। এখন কেবল তারিখ নির্ধারণ বাকি।

একইভাবে ফ্রান্সও তাদের মার্চ উইন্ডোর দুটি প্রতিপক্ষের নাম ঘোষণা করেছে। ২০১৮ আসরের বিশ্বচ্যাম্পিয়নরা ব্রাজিলের মুখোমুখি হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত ছিল। তবে অপর প্রতিপক্ষ ঠিক করতে চেয়েছিল বিশ্বকাপ ড্র দেখার পর। সেই অপেক্ষা ফুরিয়েছে। আগে থেকেই ফ্রান্স দুই লাতিন জায়ান্ট ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে খেলার পরিকল্পনা করে রাখে। বিশ্বকাপের ড্রতে তাদের কারও সঙ্গে একই গ্রুপে না পড়ায়, সেটাই এবার নিশ্চিত করে জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। দুটি ম্যাচই হতে পারে ২৩ থেকে ৩১ মার্চের মাঝে, যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায়।

বিশ্বকাপের গ্রুপপর্বে ফ্রান্সও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। ‘আই’ গ্রুপে কিলিয়ান এমবাপেদের সঙ্গী সেনেগাল, নরওয়ে এবং প্লে-অফে ইরাক/বলিভিয়া/সুরিনামের লড়াই থেকে বিশ্বকাপে উত্তীর্ণ হওয়া একটি দল। এর আগে ২০১৫ সালে সর্বশেষ ব্রাজিল-ফ্রান্স মুখোমুখি হয়েছিল। শেষ দু’বারই ফ্রান্সের জালে ৩ গোল করে জিতেছিল সেলেসাওরা। তবে বিশ্বকাপের হিসাবে সর্বশেষ সুখস্মৃতিটা ফরাসিদের। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ১-০ ব্যবধানে জিতে ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল।

মার্চ উইন্ডোতে ব্রাজিলের অপর প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার সঙ্গেও শেষ স্মৃতি সুখকর নয়। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে দুঃসহ স্মৃতি নিয়ে ফেরে ব্রাজিল। ফ্রান্স-ক্রোয়েশিয়া ছাড়াও বিশ্বকাপের আগে আরও অন্তত দুটি ম্যাচ খেলার কথা রয়েছে আনচেলত্তির শিষ্যদের। এর মধ্যে মেগা টুর্নামেন্টের আগে বিদায়ী ম্যাচ হিসেবে একটি ঘরের মাঠ ঐতিহাসিক মারাকানায় এবং আরেকটি হতে পারে যুক্তরাষ্ট্রে।

এএইচএস