গ্রুপের প্রতিপক্ষের সঙ্গে আর্জেন্টিনা, ব্রাজিলের রেকর্ড কী?
বিশ্বকাপে গ্রুপ নির্ধারণের পর আর্জেন্টিনা ও ব্রাজিল জেনে গেছে তাদের প্রতিপক্ষ কারা। জে গ্রুপে আর্জেন্টিনা লড়বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের সঙ্গে। আর ব্রাজিল সি গ্রুপে পেয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে। নিজ নিজ গ্রুপে প্রতিপক্ষের সঙ্গে ব্রাজিল ও আর্জেন্টিনার রেকর্ড কেমন, কতবার দেখা হয়েছে, তা জেনে নেওয়া যাক-
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। এই আফ্রিকান দলের বিপক্ষে তারা কেবল একবারই খেলেছিল। ২০০৭ সালের ৫ জুলাই ন্যু ক্যাম্পে ৪-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসি করেছিলেন জোড়া গোল। আলফিও বাসিলের দলের হয়ে কার্লোস তেভেজ ও এস্তেবিয়ান ক্যাম্বিয়াসোও গোল করেন।
বিজ্ঞাপন
অস্ট্রিয়ার বিপক্ষে দুইবার খেলেছিল আর্জেন্টিনা। প্রথমবার ১৯৮০ সালের ২১ মে। ভিয়েনার প্র্যাটার স্টেডিয়ামে সিজার লুইস মেনোত্তির দল গোল উৎসব করে। তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নরা ডিয়েগো ম্যারাডোনার হ্যাটট্রিকে ৫-১ গোলে জিতেছিল। লিওপোলদো জাসিনতো লুকুয়ে, সান্তিয়াগো সান্তামারিয়াও জাল কাঁপান। দ্বিতীয়বার ১৯৯০ সালের ৩ মে। ইতালিতে বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে হোর্হে বুরুচাগার গোলে ১-১ এ ড্র হয়েছিল ম্যাচটি।
আর্জেন্টিনার আরেক গ্রুপ প্রতিপক্ষ জর্ডান। প্রথমবার দুই দল আগামী বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। আরব দেশটি প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে।
বিজ্ঞাপন
বিশ্বকাপে স্কটল্যান্ড ব্রাজিলের কাছে বেশ পরিচিত। বিশ্বমঞ্চে চারবার দেখা হয়েছে তাদের। মরক্কোর সঙ্গেও একবার খেলেছে সেলেসাওরা।
সব মিলিয়ে মরক্কোর সঙ্গে তিনবার খেলেছে ব্রাজিল। শেষ দেখায় তারা ২-১ গোলে হারলেও ১৯৯৭ সালে প্রীতি ম্যাচে ২-০ গোল ও ১৯৯৮ সালের বিশ্বকাপে ৩-০ গোলে জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে দুটি জয় ও এক হার ব্রাজিলের।
হাইতির সঙ্গে ব্রাজিল তিনবার খেলে প্রত্যেকবার বড় ব্যবধানে জিতেছে। ১৯৭৪ সালে প্রীতি ম্যাচে ৪-০, ২০০৪ সালে প্রীতি ম্যাচে ৬-০ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় ৭-১ গোলে জয় দেখেছে সেলেসাওরা।
সি গ্রুপে ব্রাজিলের সবচেয়ে চেনাজানা দল স্কটল্যান্ড। দুই দলের লড়াই হয়েছে ১০ ম্যাচে, ব্রাজিল অপরাজিত থেকেছে। তাদের ৮ জয় ও ২ ড্র। চারবার বিশ্বকাপে খেলেছে দুই দল, ১৯৭৪ সালে ০-০, ১৯৮২ সালে ৪-১, ১৯৯০ সালে ১-০ ও ১৯৯৮ সালে ২-১।
এফএইচএম/