উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
প্রতিপক্ষের মাঠে পিএসজি হোঁচট খেলেও উড়ছে আর্সেনাল
অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গিয়ে দাপট দেখালেও ম্যাচের ডেডলক ভাঙতে পারেনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। গোলশূন্য সমতায় তারা ম্যাচ শেষে করেছে। বিপরীতে উড়ন্ত ফর্ম দেখিয়ে চলেছে আর্সেনোল। মিকেল আর্তেতার দল ৩-০ ব্যবধানে ক্লাব ব্রুগকে হারিয়ে ৬ ম্যাচের সবকটিতেই জয় নিশ্চিত করেছে।
গতকাল (বুধবার) দিবাগত রাতে বিলবাওয়ের মাঠ সান ম্যামেসে খেলতে নামে লুইস এনরিকের দল। স্বাগতিকদের চেপে ধরে একের পর এক আক্রমণ শাণায় ফরাসি জায়ান্টরা। ৭১ শতাংশ বল দখলে রেখে নেয় ১৭টি শট, এর মধ্যে পিএসজি ৮টি লক্ষ্যে রাখতে পারে। যদিও তাতে গোল আদায় করতে পারেনি একটাও। বিপরীতে ৮ শটের একটিও লক্ষ্যে ছিল না বিলবাওয়ের।
বিজ্ঞাপন
প্রথমার্ধে আক্রমণ চালালেও গোছালো ছিল না পিএসজির খেলা। গোল পেতে মরিয়া হয়ে দ্বিতীয়ার্ধে কয়েকটি সুশৃঙ্খল আক্রমণ চালায় খিচা কাভারৎস্খেলিয়া, গঞ্জালো রামোস ও ফ্যাবিয়ান রুইজরা। কিন্তু শেষ পর্যন্ত গোল না মেলায় সেসব কার্যকরী হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় পিএসজিকে। এ নিয়ে তারা সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে দু’বার পয়েন্ট হারাল। লিগ ওয়ানেও মোনাকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের নিচে নেমে যায় এনরিকের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয়।
বিজ্ঞাপন
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার আর্সেনাল কয়েকদিন আগে অ্যাস্টন ভিলার কাছে হেরে এসেছে। সেই দলটি চ্যাম্পিয়ন্স লিগে এসে প্রতিপক্ষ ক্লাব ব্রুগের মাঠ থেকে ফিরল জয় নিয়ে। ম্যাচটিতে গানারদের পক্ষে ননি মাদুয়েকে জোড়া এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি একটি গোল করেছেন। বল পজেশন ও শটের দিক থেকে অবশ্য আর্সেনালের সঙ্গে সমান তালে লড়েছে বেলজিয়ামের ক্লাবটি। আর্সেনাল ১৬ শটের ১৩টি লক্ষ্যে এবং ক্লাব ব্রুগ সমান ১৬ শটের ৭টি লক্ষ্যে রাখতে পারে।
মার্টিন ওডেগার্ডের গোলে তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত আর্সেনাল, তবে তার শট ঝাঁপিয়ে ঠেকান ব্রুগ গোলরক্ষক। ২১ মিনিটে পিয়েরো ইনকাপিয়ের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার খানিক বাদেই লিড পেয়ে যায় সফরকারীরা। ননি মাদুয়েকে দুজনকে টপকে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান। গোল পেতে মরিয়া ছিল ব্রুগও। তবে তাদের একাধিক শট ঠেকিয়ে গোলবার অক্ষত রাখেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।
বিরতির পর নেমেই মাদুয়েকে নিজের জোড়া এবং দলের তৃতীয় গোলটি করেন। মার্টিন জুবিমেন্দির ক্রস অনেকটা ফাঁকা জালে হেড দিয়ে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড। জুলাইয়ে চেলসি থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর এটি তার তৃতীয় গোল। ৫৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান মার্টিনেল্লি। ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সফল লক্ষ্যভেদ করেছেন। আর্সেনালের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ৫ ম্যাচে গোল করলেন মার্টিনেল্লি। একইসঙ্গে ৩-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয়েছে ক্লাবটির।
চলমান চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র দল হিসেবে তারা ৬ ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন মিউনিখ। সমান ১৩ পয়েন্ট নিয়ে এরপর যথাক্রমে অবস্থান করছে পিএসজি, ম্যানচেস্টার সিটি ও আটালান্টা।
এএইচএস