ব্যালন ডি’অরের পর ফিফা বর্ষসেরা হয়ে যা বললেন দেম্বেলে
প্যারিস সেন্ট জার্মেইর হয়ে স্মরণীয় মৌসুম পার করেছিলেন উসমান দেম্বেলে। ফ্রান্সের ফরোয়ার্ড প্যারিস ক্লাবকে ঘরোয়া ট্রেবল জেতান। ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় অর্জন প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে তার অসামান্য অবদান রয়েছে।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচ খেলে ৩৫ গোল করেছিলেন দেম্বেলে। তার দারুণ পারফরম্যান্সে ৩২ দলের প্রথম ক্লাব বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ফরাসি জায়ান্টরা। যদিও চেলসির কাছে হাতছাড়া হয় শিরোপা। এমন দারুণ পারফরম্যান্স দিয়ে দেম্বেলে তার জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপে ও স্পেনের তারকা লামিনে ইয়ামালকে হারিয়ে ফিফার বর্ষসেরা হয়েছেন। ৫০ পয়েন্ট পেয়েছেন তিনি, আর ৩৯ পয়েন্ট ইয়ামালের, এমবাপে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয়।
বিজ্ঞাপন
দ্য বেস্ট-এর পুরস্কার হাতে নিয়ে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, ‘সবার আগে আমি আমার সব সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। আমাদের কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছি। আমার জন্য ব্যক্তিগত ও দলীয়ভাবে এটা ছিল চমৎকার বছর।’
দেম্বেলের আরও বললেন, ‘আমার পরিবারকেও ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমার পাশে ছিল, প্যারিস সেন্ট জার্মেই, যাদের সঙ্গে আমার দারুণ বছর কেটেছে, এর প্রেসিডেন্ট, স্টাফ এবং ক্লাব সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। লুইস কাম্পোস, মিস্টার প্রেসিডেন্ট, আপনাকেও ধন্যবাদ দেই। আমার প্রতি জন্মদিনে আপনার কাছ থেকে ছোট মেসেজ পাই, আমার খুব খুশি লাগে। আশা করি আগামী বছর আবার এখানে ফিরব।’
বিজ্ঞাপন
এফএইচএম/