ব্যালন ডি’অরের পর ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানেও উপেক্ষিত থেকে গেলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। কোনো আয়োজনেই বর্ষসেরা একাদশে তার জায়গা হয়নি। যা নিয়ে চলছে বিতর্ক। এবার সেই দলে নাম লেখালেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকও। সম্প্রতি প্রকাশিত ‘ফিফা দ্য বেস্ট’–এর বর্ষসেরা একাদশে রাফিনিয়াকে না দেখে বিশ্বাসই করতে পারেননি তিনি। তার মতে– ‘এটি কৌতুক’।

ব্যালন ডি’অরের মতো ফিফা দ্য বেস্টেও বর্ষসেরা ফুটবলার হয়েছেন পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে। এখানেও তার সঙ্গে লড়াইটা হয়েছে বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের। বর্ষসেরা খেলোয়াড় না হলেও, ইয়ামাল অবশ্য জায়গা পেয়েছেন বর্ষসেরা পুরুষ ফুটবলারদের একাদশে। সেখানে ফরোয়ার্ড কেবল দুজন– দেম্বেলে-ইয়ামাল। এ ছাড়া গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা এবং চারজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার আছেন একাদশে।

গত মঙ্গলবার কাতারের দোহায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা একাদশ ঘোষণা করে ফিফা। যেখানে চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপার ট্রেবলজয়ী পিএসজি থেকে সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় জায়গা পান। বার্সেলোনা থেকে জায়গা পেলেন ইয়ামাল ও পেদ্রি। কিন্তু গত মৌসুমে চ‍্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েও রাফিনিয়ার জায়গা হয়নি ফিফার সেরা একাদশে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেললেও, বার্সা শিরোপা জিতেছে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপে।

কাতালানদের ঘরোয়া ট্রেবল জয়ের পথে ২৯ বছর বয়সী রাফিনিয়া অগ্রণী ভূমিকা রেখেছেন। ৩৪ গোলের পাশাপাশি করেছেন ২৬ অ্যাসিস্ট। নিজের অন্যতম সেরা তারকার অবমূল্যায়ন দেখে ক্ষুব্ধ বার্সার কোচ ফ্লিক, ‘এটি (পুরস্কার পাওয়ার প্রসঙ্গ) বড় বিষয় নয়, কারণ আমি তা নিয়ে পরোয়া করি না। কিন্তু ফিফার সেরা একাদশ কার্যত একটি কৌতুক, সত্যিই এটা কৌতুক মনে হয়েছে। যখন আমি দেখলাম যে সেখানে রাফিনিয়ার নাম নেই। এটি অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন, ‘রাফিনিয়া এমন একজন খেলোয়াড় যে দলে অনেক বড় ভূমিকা রাখে। চ্যাম্পিয়ন্স লিগে ২২ গোলে তার অবদান ছিল, যা টুর্নামেন্টের সেরা। যখন আপনি তার খেলা ম্যাচগুলো দেখেন, কতগুলো গোল কিংবা অ্যাসিস্ট সে করেছে, তা অবিশ্বাস্য। কিন্তু তার সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। তাই আমার কাছে এটি কৌতুক মনে হয়। আমি বিশ্বাস করতে পারিনি, কারণ সে যেরকম মৌসুম কাটিয়েছে, সে এমনটা (বর্ষসেরা একাদশে থাকা) প্রাপ্য।’

লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আজ (রোববার) রাতে ভিয়ারেয়ালের মুখোমুখি হবে। এর আগেরদিন সংবাদ সম্মেলনে এসে আসন্ন ম্যাচ ও রাফিনিয়ার প্রসঙ্গে কথা বলেন হ্যান্সি ফ্লিক। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কাতালানদের ১৭ ম‍্যাচে পয়েন্ট ৪৩। এই মৌসুমে ইনজুরির কারণে বার্সার ৯ ম্যাচ খেলতে পারেননি রাফিনিয়া। নভেম্বরের শেষদিকে মাঠে ফেরার পর ৪ ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়ে ৩টি গোল করেছেন।

এএইচএস