পুলিশকে জিতিয়ে ম্যাচসেরা সানজিদা
ম্যাচসেরার পুরস্কার হাতে সানজিদা আক্তার।
নারী ফুটবল লিগে পুলিশের শুরুটা শুভ হয়নি। প্রথম ম্যাচে ০-২ গোলে আর্মির বিপক্ষে হেরেছিল দলটি। আজ দ্বিতীয় ম্যাচে অবশ্য তারা জয়ের দেখা পেয়েছে। কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পুলিশ ২-০ গোলে হারায় সদ্যপুষ্করণীকে।
পুলিশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এক সময়ের জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সানজিদা আক্তার। ১৫ মিনিটে তার গোলে পুলিশ লিগে গোলের যাত্রা শুরু করে। প্রথমার্ধে পুলিশ এক গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে আইরিন খাতুন আরেকটি গোল করলে পুলিশের জয় নিশ্চিত হয়। সানজিদা ম্যাচ সেরার পুরস্কার পান।
বিজ্ঞাপন
ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহকারীদের মধ্যে অন্যতম সানজিদা। সাবিনা, কৃষ্ণাদের মতো তাকেও জাতীয় দলের ক্যাম্পে ডাকেন না কোচ বাটলার। সাবিনারা ফুটসাল খেলতে থাইল্যান্ড গেলেও সানজিদা ঘরোয়া লিগকে বেছে নিয়েছেন। সানজিদার এই লিগ পারফরম্যান্স কোচ বাটলারের নজরে আসবে কিনা সেটাই দেখার বিষয়।
কমলাপুর স্টেডিয়ামে নারী লিগের ম্যাচগুলোর সিংহভাগই ফ্লাডলাইটে অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচের তুলনায় আলোর স্বল্পতা রয়েছে। বাফুফের আবেদন ও অনুরোধের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ফ্লাডলাইট সংস্কারের চেষ্টা করছে। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি ঋতুপর্ণাদের অস্ট্রেলিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে ফেডারেশন।
বিজ্ঞাপন
এজেড/এমএমএম