ভারী তুষারপাতে বাতিল দুই ম্যাচ
জার্মান ফুটবলের শীর্ষ লিগে দুটি ম্যাচ বাতিল হয়েছে। ভারী তুষারপাতের কারণে স্টেডিয়ামের নিরাপত্তা শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জার্মানির উত্তরের হ্যামবুর্গ শহরে আজ (শনিবার) আরবি লাইপজিগের বিপক্ষে সেন্ট পাউলির ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচ বাতিলের কয়েক ঘণ্টা পর লিগ নিশ্চিত করে, হফেনহেইমের বিপক্ষে ভার্দার ব্রেমেনের খেলাও হচ্ছে না।
বিজ্ঞাপন
সেন্ট পাউলি জানিয়েছে, নিরাপদের ম্যাচ আয়োজন নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করেছে তারা। কিন্তু সেটা সম্ভব হয়নি।
তুষার সরানোর জন্য কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু স্টেডিয়ামের ছাদের তুষার সরানো কঠিন হয়ে পড়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেন্ট পাউলি। ক্লাবটি আরও যোগ করেছে, জরুরি সেবা, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ও স্বাস্থ্যসেবায় চাপ কমাতে ম্যাচ বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে তাদেরকে। ১৮ দলের বুন্দেসলিগায় চতুর্থ স্থানে লাইপজিগ এবং ১৬তম সেন্ট পাউলি।
বিজ্ঞাপন
ব্রেমেন বলেছে, বরফ ও তুষারপাতের কারণে ৪২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে নিরাপদে ম্যাচ আয়োজন করা অসম্ভব ছিল। জরুরি বহির্গমনের পথ বন্ধ থাকায় ও দর্শকদের ভ্রমণ জটিলতার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা।
বুন্দেসলিগা জানিয়েছে, দুটি বাতিল ম্যাচের নতুন সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
এফএইচএম/