ফাইনালে অপরাজিত থাকার রহস্য জানালেন ফ্লিক

গতকাল জেদ্দায় রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। বার্সার সঙ্গে এটি ছিল ফ্লিকের তৃতীয় ফাইনাল। তৃতীয়বারও তিনি জিতলেন, সবগুলোই রিয়ালের বিপক্ষে। গত বছর সুপার কাপ ও কোপা দেল রে জিতেছেন ফ্লিক, এবার যুক্ত হলো সুপার কাপ।
এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে পাঁচটি ফাইনাল জেতেন ফ্লিক। ২০২০ সালে জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপের ট্রফি উঁচিয়ে ধরে তার দল। ৮ ফাইনাল খেলে অপরাজিত থাকার রহস্য জানিয়েছেন ফ্লিক নিজেই।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গোপন রহস্যটা কী? প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করা… এটা আমার ব্যাপার নয়। এটা খেলোয়াড়দের কৃতিত্ব। এটা শতভাগ মানসিকতা, আত্মবিশ্বাসের ব্যাপার। আমি কখনও অতীত নিয়ে ভাবি না। আজকের ফাইনাল বিশেষ, জয় সবসময়ই বিশেষ।'
'এই জয় অসাধারণ। আপনি যখন ফাইনালে খেলবেন, বিশেষ করে সেটা যখন ক্লাসিকো তখন সেখানে জেতা অসাধারণ ব্যাপার। আমি গর্বিত, আমরা ভালো খেলেছি, ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং নিজেদের ঘরানার ফুটবল খেলেছি।'-যোগ করেন তিনি।
এইচজেএস