সৌদি আরবে এমবাপে, এল ক্লাসিকো কি খেলবেন?

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল সামনে রেখে সৌদি আরবে পা রেখেছেন কিলিয়ান এমবাপে। পায়ের চোট নিয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে গেলেও তাকে দলে যুক্ত করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল (শুক্রবার) তিনি মাদ্রিদে ট্রেনিং সেশন করেই স্পেন ছাড়েন।
ভক্তদের সঙ্গে সালাম বিনিময় করে সংক্ষিপ্ত পোস্টে সৌদি আরবে পৌঁছানোর কথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জানান এমবাপে, ‘সালাম আলাইকুম সৌদি আরব’। আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস সিটির মাঠে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা।
এমবাপের ফিটনেস এখন বড় আলোচনার বিষয়। বাঁ হাঁটুর লিগামেন্টের চোটে গত ডিসেম্বর থেকে সাইডলাইনে তিনি। এক পঞ্জিকাবর্ষে রেকর্ড ৫৯ গোল করেছেন গত বছর। লিগ মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ইতোমধ্যে লা লিগায় একটি ও সুপার কাপের সেমিফাইনালে ছিলেন মাঠের বাইরে। খুব সতর্কতার সঙ্গে তার সেরে ওঠার প্রক্রিয়া চলছে।
তবে প্রত্যাশার চেয়ে বেশ ভালোভাবে সাড়া দিচ্ছেন এমবাপে। মাদ্রিদ প্রধান কোচ জাবি আলোনসো আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ফাইনালের আগে স্কোয়াডের অন্য সদস্যদের মতোই এই ফরোয়ার্ডকে মূল্যায়ন করা হবে। তাতে বড় মঞ্চে তার সম্ভাব্য ফেরার দরজা খোলা থাকছে।
গত অক্টোবরে এমবাপের গোলেই বার্সাকে হারিয়েছিল রিয়াল। তারপর থেকে ১৪ ম্যাচে ১৩টি জিতেছে কাতালান জায়ান্টরা। সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে রিয়ালকে যেন হুঁশিয়ার করে রাখল বার্সা।
সুপার কাপের ফাইনালে এনিয়ে টানা চতুর্থবার মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সা। আগের তিনবারের দেখায় দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল কাতালানরা।
এফএইচএম/