যে একাদশ নিয়ে সেমিফাইনালে নামছে আর্জেন্টিনা
গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল পার হওয়া গেছে। এরপর এবার আর্জেন্টিনার লড়াই ফাইনালে ওঠার। তবে এখানে তাদের প্রতিপক্ষ কোপা আমেরিকার অন্যতম শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলা কলম্বিয়া। আর ঘণ্টাখানেক পরই শুরু হবে লড়াই। তার আগে ঘোষিত হয়েছে ম্যাচের একাদশ।
আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছিল, কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের একাদশই খেলাতে পারেন স্ক্যালোনি। তবে ক্লান্তির কারণে একাদশ থেকে বাদ পড়তে পারেন মার্কোস আকুনা। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস টালিয়াফিকো। কোচ লিওনেল স্ক্যালোনিও হাঁটলেন সে পথেই।
বিজ্ঞাপন
এছাড়া পরিবর্তন এসেছে একটি জায়গায়। পিএসজি তারকা লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় শুরুর একাদশে থাকছেন গিদো রদ্রিগেজ। এই ম্যাচের একাদশেও হাঁটুর ইনজুরিতে একাদশে ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরোর থাকা হচ্ছে না। ওই জায়গায় খেলছেন হেরমান পেজ্জেলা।
বিজ্ঞাপন
আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ;
নাহুয়েল মোলিনা, হেরমান পেজ্জেল্লা, নিকোলাস অটামেন্ডি, টালিয়াফিকো;
রদ্রিগো ডি পল, গিদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো;
লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস গঞ্জালেস।