দ্বিতীয় সেমিফাইনাল
ইংল্যান্ড-ডেনমার্ক

সরাসরি রাত ১টা, সনি সিক্স ও সনি টেন ২

ডেনমার্কের জন্য এবারের ইউরোটা সত্যিকার অর্থেই রূপকথার মতো। প্রথম ম্যাচে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসেন। পৃথিবীজুড়ে সবাই বসে ডেনমার্কের জন্য প্রার্থনায়। এরপর টুর্নামেন্টে নিজেদের শুরুর দুই ম্যাচে হার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন ইউরোর সেরা চার দলের একটি তারা। 

ইংল্যান্ডের গল্পটা আলাদা। প্রতিবার বড় টুর্নামেন্ট এলেই তাদের নিয়ে উচ্ছ্বাসে ভেসে যান সমর্থকরা। বাড়ে প্রত্যাশার পারদ। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার তারা আছে ঠিকঠাক পথে। উঠে গেছে সেমিফাইনালে। আত্মবিশ্বাসটা অবশ্য তুঙ্গে থাকার কথা। 

কোয়ার্টার ফাইনালে তারা ইউক্রেনকে হারিয়েছে ৪-০ গোলে। প্রথম দল হিসেবে টানা পাঁচ ম্যাচে তারা রেখেছে ক্লিনশিট। ডেনমার্কের স্বপ্নযাত্রার শেষ শিকার ছিল চেক প্রজাতন্ত্র।  ২-১ গোলে তাদের হারিয়ে সেমির টিকিট কেটেছে তারা।

আজ বুধবার রাতে ইউরোর ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড-ডেনমার্ক। 

তারা কী বলেন

আমরা দারুণ একটি সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য ইতিহাস তৈরির সুযোগ। এটা কোনো চাপ নয়; এটা আরেকটা চ্যালেঞ্জ যেটাকে আমরা উতরে যেতে পারি। আর এই মুহূর্তে ছেলেরা এমন চ্যালেঞ্জ পার করতে প্রস্তুত। আমরা আগে দুই ম্যাচ খেলেছিল ডেনমার্কের বিপক্ষে। আমি জানতাম তারা কতটা ভালো দল, সেটি টুর্নামেন্টে ডেনমার্ক আবারও প্রমাণ করেছে। দারুণ একটি ম্যাচের অংশ হতে যাচ্ছি।

গ্যারেথ সাউদগেট, কোচ, ইংল্যান্ড

এটা একটা অ্যাওয়ে ম্যাচের মতোই হবে। কিন্তু তারও একটা নিজস্ব ধারা থাকবে তাই আমরা সামনে তাকাতে চাই। আমরা খুশি যে মাঠে দর্শক থাকবে। কিন্তু এটা দারুণ হতো যদি গ্যালারির অর্ধেক ড্যানিশ সমর্থকরা থাকতেন। আমাদের ইচ্ছে হচ্ছে সমর্থকদের চুপ করিয়ে দেওয়া। তবে এটা কঠিন হবে।

কেসপার হিজুলম্যান্ড, কোচ, ডেনমার্ক

একাদশ কেমন হবে

সম্ভাব্য একাদশ, ডেনমার্ক

স্মেইচেল; 
ক্রিশ্চিনসেন, কেজার, ভেষ্টারগার্ড; 
স্ট্রাইজার, হ্যাজবার্গ, ডেলাানি, মেহলে; 
ব্রেথওয়েট, ডলবার্গ, ড্যামসগার্ড

সম্ভাব্য একাদশ, ইংল্যান্ড

পিকফোর্ড; 
ওয়াকার, স্টোনস, মাগুয়ের, শ; 
ফিলিপস, রাইস; 
সাঞ্চো/সাকা, মাউন্ট, স্টার্লিং; 
কেইন

এমএইচ/এটি