জেমি ডে/ফাইল ছবি

আগামীকাল দিনটি ফুটবলপ্রেমীদের জন্য খুবই ব্যস্ততাপুর্ণ দিন। ১৬ ঘন্টা বিরতিতে দুুই মহাদেশীয় ফুটবলের ফাইনাল। বাংলাদেশ সময় কোপার ফাইনালটি সকাল ছয়টায় হলেও লন্ডন সময় তখন রাত ১টা। এত রাত জেগে মেসি নেইমারদের ফাইনাল নাও দেখতে পারেন বাংলাদেশ জাতীয় দলের বৃটিশ কোচ জেমি ডে, ‘খেলা দেখার চেষ্টা করব। ক্লান্তি লাগলে ঘুমিয়েও পড়তে পারি। বিকেলে আমাদের ইউরোর ফাইনাল রয়েছে।’

কোপার ম্যাচ দেখা নিয়ে অনিশ্চয়তা রয়েছে জেমির।  ম্যাচ দেখলেও কোন দলের দিকে সমর্থন থাকবে না জেমির, ‘আমি ব্রাজিল বা আর্জেন্টিনা কোন দলকেই আমি সমর্থন করব না।’

কোন দলকে সমর্থন না করলেও ফুটবল বিশ্লেষক হিসেবে ব্রাজিলের সম্ভাবনা বেশি দেখছেন, ‘আমার দৃষ্টিতে ব্রাজিল এগিয়ে থাকবে। তারা দলীয় শক্তির বিচারে এগিয়ে।’

মেসি নেইমারের অসাধারণ পারফরম্যান্স ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন বলে মনে করেন জেমি, ‘দুই জনই অসাধারণ ও ম্যাচ উইনিং খেলোয়াড়। তাদের পারফরম্যান্সের উপর অনেক কিছু নির্ভর করবে। যার পারফরম্যান্স যত বেশি ভালো হবে তার দলের সম্ভাবনা তত বাড়বে।’

এজেড/এটি