ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল তারাই। নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে ব্রাজিল খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। দুই দলের লড়াইটা হবে জমজমাট। এমনই প্রত্যাশা সবার। কিন্তু এই লড়াইটা কারা লড়বেন ব্রাজিলের হয়ে?
গোলরক্ষক হিসেবে এলিসন নাকি এডারসন। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের একাদশ মানেই এমন সংশয়। ফাইনালে এই জায়গায় ম্যানচেস্টার সিটির এডারসনকেই বেছে নিয়েছেন সেলেসাও কোচ তিতে। তার সামনে রক্ষণে অভিজ্ঞ সিলভা ও মাকুইনিস আছেন।
বিজ্ঞাপন
দুই পাশে আছেন দানিলো ও লোদি। এছাড়া মিডফিল্ডে দলটির ভরসা ফ্রেড, ক্যাসেমিরো ও আগের দুই ম্যাচে গোল করা পাকুয়েতো। আক্রমণভাগে নেইমারের সঙ্গী হবেন রিচার্লিসন ও এভারটন।
ফাইনালে ব্রাজিলের একাদশ:
বিজ্ঞাপন
এডারসন;
দানিলো, সিলভা, মাকুইনিস, লোদি,
ক্যাসেমিরো, ফ্রেড, পাকুয়েতা,
এভারটন, রিচাহার্লিসন ও নেইমার।
এমএইচ