অল্প কয়েকদিনেই ক্রিশ্চিয়ান রোমেরো নিজেকে চিনিয়েছেন অন্যভাবে। ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। যার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। এর আগে ক্লাবে আতালান্তার হয়েও করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। গত মৌসুমে সিরি আর সেরা ডিফেন্ডারও তিনি। 

স্বাভাবিকভাবেই তাই বড় ক্লাবের আগ্রহ তৈরি হয়েছে রোমেরোকে দলে ভেড়াতে। ইতোমধ্যে গুঞ্জন শোনা গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম দলে চায় তাকে। এমন ক্লাবে যাওয়ার ইচ্ছে আছে রোমেরোরও, তবে সবকিছুর আগে তার কাছে প্রাধান্য পাচ্ছে জাতীয় দল। 

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি ভালো পর্যায়ের খুব গুরুত্বপূর্ণ কোনো ক্লাব আসে এবং আমি উন্নতি করতে থাকি। আর যদি সেটা আমার নিজের ও জাতীয় দলের জন্য ভালো হয়। তাহলে ভেবে দেখব। ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের অন্যতম সেরা লিগগুলোর একটি। কিন্তু আমার জন্য জাতীয় দলই মূল ব্যাপার। কারণ আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু আসবে এখানে।’

সম্প্রতি জয় করা কোপা আমেরিকা নিয়ে রোমেরো বলেন, ‘এটা এমন কিছু, যার জন্য আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি। আমি প্রথম বার দলে ডাক পেয়ে এমন কিছু ছুঁয়ে দেখাটা গুরুত্বপূর্ণ ছিল। এটা অনেক বেশি সুন্দর ও প্রশান্তির। আমি এটার জন্য অনেক খুশি।’

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো নিয়ে আতালান্তা ডিফেন্ডার বলেন, ‘আমার মেসির সঙ্গে আগে দেখা হয়েছিল। আমি তার মতো বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে অনুশীলন করতে ও ড্রেসিং রুম ভাগাভাগি করতে উন্মুখ হয়ে ছিলাম। এমন একটা দলে ঢুকতে পারা আমার জন্য স্বপ্নের মতো। আমরা একসঙ্গে খেয়েছি, মজা করেছি, সবাই খুব ভালো মানুষ। তারা আমাকে সব রকমের ভালোবাসা দিয়েছে। তাই দ্রুতই জাতীয় দলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি।’

এমএইচ