দিদারের পরিবারের পাশে বাফুফের মিডিয়া কমিটি
ক্রীড়াঙ্গনে শুধু ক্রীড়াবিদ, কোচ, রেফারিদেরই নয়; অনেক ক্রীড়া সংস্থার অফিস সহকারীরও অবদান রয়েছে। ফুটবলে সে রকম একজন ছিলেন দিদার হোসেন। প্রায় দুই যুগের বেশি সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিস সহকারী ছিলেন।
২২ জুন সকালে শাহজাহানপুরস্থ নিজ বাসভবনে কিডনি জটিলতায় ইন্তেকাল করেন দিদার। কোনো অফিস সহকারীর অকাল মৃত্যু বা অবসরের পর ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কখনো পাশে দাঁড়ায় না। এবার অবশ্য দিদারের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাফুফের মিডিয়া কমিটি।
বিজ্ঞাপন
মিডিয়া কমিটির পক্ষ থেকে কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে দিদারের স্ত্রী আসমা বেগম ও মেয়ে দীপার হাতে পঞ্চাশ হাজার টাকা হস্তান্তর করেন।
বাফুফের অনেক প্রশাসনিক কর্মকর্তা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবার অনেকে অবসর নিয়েছেন। পেনশন, অবসর ভাতা অথবা কর্মীদের সাহায্য সংক্রান্ত কোনো নীতি এখনো নেই বাফুফের।
বিজ্ঞাপন
এজেড/টিআইএস