অন্য দশটি সকালের চেয়ে আজকের সকালটি মোহামেডান ক্লাবে ছিল ভিন্ন। লিগ চলমান থাকায় ফুটবলাররা ছুটি পাননি। ক্লাবেই আছেন৷ ক্লাব প্রাঙ্গনেই দেশি বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফ সবাই মিলে নামাজ আদায় করলেন। নামাজের পর কোরবানি আদায় হয়। 

মোহামেডানের মালিয়ান অধিনায়ক সুলেমান দিয়াবাতে খুব উচ্ছ্বসিত এই ঈদ উদযাপনে,' রোজার ঈদে আমরা শুধু বিদেশিরা ছিলাম। এখন সবাই আছে। খুব ভালো লাগছে। পরিবারের থেকে দুরে থাকলেও মনে হলো যেন আরেক পরিবারেই এসেছি '৷ 

মোহামেডানের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ বুধবার সকালে ঈদের নামাজ ক্লাবে পড়েন। তার ছেলে সাদাত হামিদ ক্লাবের বর্তমান স্কোয়াডে আছেন। বাবা ছেলে এক সাথে ক্লাবে ঈদ আনন্দ উদযাপন করলেন৷ 

ঈদের পর ২৩ জুলাই থেকে লিগ শুরু হওয়ার কথা থাকলেও একদিন পর শুরু হচ্ছে। বাফুফে গতকাল ক্লাবগুলোর কাছে ঈদের পরবর্তী ২ রাউন্ডের ৩১ জুলাই পর্যন্ত সুচি দিয়েছে। কমলাপুর স্টেডিয়ামের টার্ফে ক্লাবগুলো খেলতে চায়নি আগে। আবহাওয়া ও মাঠের উপর চাপ কমাতে বাফুফে কমলাপুর স্টেডিয়ামে খেলা রেখেছে। শেষ পর্যন্ত খেলা শুরুর আগে ফিকশ্চার বদল হলেও অবাক হবার থাকবে না। ২৪ জুলাই বিকেল চারটায় উত্তর বারিধারা খেলবে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে কমলাপুর স্টেডিয়ামে একই সময়ে ব্রাদার্স ইউনিয়ন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। 

এজেড/এটি