নোয়া গেজারের এ ছবি এখন কেবলই স্মৃতি/ফাইল ছবি

বয়স মাত্র ১৬। এ বয়স ক্লাবের যুব দল থেকে মূল দলে উঠে আসার রঙিন স্বপ্নে বিভোর হওয়ার। কিন্তু নোয়া গেজারের চোখ থেকে সে স্বপ্ন কেড়ে নিয়েছে সড়ক দুর্ঘটনা। গাড়ির দুর্ঘটনায় আয়াক্স আমস্টারডামের তরুণ এই খেলোয়াড়ের প্রাণ ঝরে গেছে অকালেই। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করে আয়াক্স।

২০০৫ সালে জন্ম নেওয়া এই খেলোয়াড় আয়াক্সে ছিলেন ২০১৮ সাল থেকে। তরুণ এই স্ট্রাইকারকে আলফেন্স বয়েজ থেকে দলে ভিড়িয়েছিল নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাবটি। এই মৌসুমেই আয়াক্সের অনূর্ধ্ব ১৭ দলে সুযোগ পাওয়ার কথা নোয়ার। কিন্তু সে সম্ভাবনা শেষ হয়ে গেছে অঙ্কুরেই।

প্রতিশ্রুতিশীল এই ফরোয়ার্ডের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছে আয়াক্স। বিবৃতিতে বলেছে, ‘আয়াক্স এই আকস্মিক দুঃসংবাদে গভীরভাবে মর্মাহত। ক্লাব কর্তৃপক্ষ গেজারের প্রিয়জনদের এই অপূরনীয় ক্ষতি সামলে ওঠার শক্তি কামনা করছে।’

তার স্মরণে আজ আয়াক্স ওয়ান আর আয়াক্স জংয়ের মধ্যকার খেলা শুরুর আগে পালন করা হবে এক মিনিটের নিরবতা, সব আয়াক্স খেলোয়াড়ের হাতেই থাকবে কালো বাহুবন্ধনী। সঙ্গে ক্লাবের টোয়েকোমস্ট স্পোর্টস কমপ্লেক্সে পতাকাও অর্ধনমিত রাখা হবে, জানিয়েছে আয়াক্স। 

এনইউ