মোহামেডানের জয়ে শুরু নতুন ভেন্যুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ তম আসরে এসে নতুন ভেন্যুর সন্ধান পেল বাফুফে। করোনা পরিস্থিতি, লকডাউন, আন্তর্জাতিক সূচি সব মিলিয়ে বাফুফে দ্রুত লিগ শেষ করার জন্য আর্মি স্টেডিয়ামকে বেছে নেয়। এই ভেন্যু যোগ হওয়ার ক্ষেত্রে মোহামেডান ক্লাবও ভূমিকা রেখেছে।
প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তবে রানার্সআপ ট্রফি উন্মুক্ত রয়েছে এখনো। ঢাকা আবাহনী ও শেখ জামালের সঙ্গে সেই লড়াইয়ে টিকে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং। বলা যায় রানার্সআপ হওয়ার লড়াইটা বেশ ভালোই জমে উঠেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার আর্মি স্টেডিয়ামে সেই লড়াইয়ে ভালোভাবে টিকে থাকার জানান দিলো মোহামেডান। প্রিমিয়ার লিগে এই ভেন্যুর অভিষেক ম্যাচে জয় পেয়েছে সাদা কালোরা। তারা ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে উঠে গেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। রানার্সআপ হওয়ার দৌড়ে তাদের সামনে কেবল আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মোহামেডান গোল দিয়ে ধরে রাখতে পারেনি আগের ম্যাচে। পুলিশের বিপক্ষে জিতলে অবস্থানটা আরো মজবুত থাকতো সাদাকালোদের। তবে এগিয়ে যাওয়া মোহামেডানকে রুখতে পারেনি দুর্বল ব্রাদার্স। দুই অর্ধে দুই গোল করে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরেছে শন লেনের দল।
বিজ্ঞাপন
৪১ মিনিটে সোলেমান দিয়াবাতের কাছ থেকে বল পেয়ে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন শাহেদ হোসেন মিয়া। ৮৩ মিনিট ব্যবধান দ্বিগুণ করেন মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে। এরপর আর কোন দলই গোলের দেখা না পাওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মতিঝিল পাড়াল দলটি। এই জয়ে ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট মোহামেডানের। তাদের সামনে থাকা শেখ জামালের ১৯ ম্যাচে ৩৯ এবং আবাহনীর ২০ ম্যাচে ৪০। ব্রাদার্স ইউনিয়ন ১৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে আরো রেলিগেশন শঙ্কায়।
এজেড/এমএইচ