বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি কাপে তাদের গ্রুপের চতুর্থ দলের অপেক্ষায় ছিল। মালদ্বীপের ক্লাব ঈগলস না ভারতের ব্যাঙ্গালুরু এফসি এটা নিয়ে ছিল অপেক্ষা। আজ রোববার (১৫ আগস্ট) মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্লে অফ ম্যাচে ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু ১-০ গোলে স্বাগতিক ক্লাবকে হারায়।

ব্যাঙ্গালুরু এফসি এবার প্লে অফ খেললেও ২০১৬ সালে এএফসি কাপের রানার আপ ছিল। ব্যাঙ্গালুরু এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিজ দেশের ক্লাব মোহনবাগানের মুখোমুখি হবে। বাংলাদেশের বসুন্ধরা কিংস মুখোমুখি হবে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের।

বসুন্ধরা কিংস আজ বিকেলে অনুশীলন করেছে। নিজেদের মধ্যে ভাগ হয়ে ৪০ মিনিটের ম্যাচ খেলেছেন তপুরা। বসুন্ধরার ব্রাজিলিয়ান ফুটবলার রবসন বলেন, ‘আমরা বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছি। এখন দক্ষিণ এশিয়ায় সেরা হতে চাই।’

এএফসি কাপের ডি গ্রুপের চ্যাম্পিয়ন দল জোনাল সেমিফাইনালের প্লে অফ খেলবে। প্লে অফটি হবে তুর্কমেনিস্তানে নিরপেক্ষ ভেন্যুতে।

এজেড/এমএইচএস